জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
যাত্রাপথে গাড়ি থেকে নেমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কুশল বিনিময় করতে দেখা যায় এনসিপির নেতাকর্মীদের। এর আগে সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তরের জনগণের কাছে পৌঁছাতে চায় এনসিপি।
এছাড়াও বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির অটল অবস্থানের জানান দেন তিনি।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গাইবান্ধার অভিমুখে রওয়ানা হয় এনসিপির গাড়িবহর। এ সময় দলটির কেন্দ্রীয় নেতকর্মীদের সঙ্গে ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এনসিপির ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত।