ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় ইতালিতে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বোলোগনায় একটি নির্মাণস্থলে অসুস্থ হয়ে পড়ে ৪৭ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তুরিনের পশ্চিমে একটি পর্যটন কেন্দ্রে আকস্মিক বন্যার সময় ৭০ বছর বয়সি এক ব্যক্তির ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মহাদেশের অন্যত্র, পশ্চিম তুরস্কে দাবানলের কারণে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে, আর তাপপ্রবাহের কারণে প্যারিসের আইফেল টাওয়ারের ওপরের অংশ বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়া স্পেন এবং পর্তুগালের কিছু অংশ জুন মাসে তাদের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। পর্তুগালের মধ্যাঞ্চলের মোরাতে রেকর্ড ভাঙার একদিন পর দক্ষিণ-পশ্চিম স্পেনের এল গ্রানাডোতে ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আইবেরিয়ান উপদ্বীপের বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এদিকে তুরস্কে, দাবানলের কারণে উদ্ধারকারীরা ৫০ হাজারের বেশি লোককে সরিয়ে নিয়েছে – বেশিরভাগই পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমির থেকে। ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
বিলেসিক, হাতায়, সাকারিয়া এবং মানিসা প্রদেশের কিছু অংশেও আগুন ছড়িয়ে পড়েছে। বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বলেছেন, গত তিন দিনে জরুরি পরিষেবার দলগুলো দেশব্যাপী ২৬৩টি দাবানল নেভাতে কাজ করেছেন।