, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

  • SURMA TV 24
  • Update Time : ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১৩৭৫ Time View

ইসরাইলের ভূ-খণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এরপর ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ। খবর রয়টার্সের।
কার্টজ এক বিবৃতিতে বলেন, ‘ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে।’ গত মাসের ইরান-ইসরাইলের ১২ দিনের সংঘাতে, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করে এ কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তেহরানের সাপের মাথা আঘাত করার পরে আমরা ইয়েমেনেও হুতিকে আঘাত করব। যে কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত বাড়াবে, সেই হাত কেটে ফেলা হবে।’
তবে, হুতি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরাইল।

এদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘হুতি ইসরাইলের বিমানবন্দর এবং অন্যান্য সংবেদনশীল লক্ষ্যবস্তুতে চারটি হামলা চালিয়েছে।’

এর আগে ইসরাইলের ওপর হামলা চলতে থাকলে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধের হুমকি দেয় তেল আবিব। যারা গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে দীর্ঘদিন থেকে ইসরাইলের ওপর হামলা অব্যাহত রেখেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলে নিয়োজিত রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্সে এক পোস্টে বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, আমরা ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পেরেছি। কিন্তু হুতি আবার হামলা চালালো। মনে হচ্ছে বি২ বোমা ইয়েমেনেও ফেলতে হবে।’

Popular Post

ইসরাইলে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

Update Time : ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ইসরাইলের ভূ-খণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এরপর ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ। খবর রয়টার্সের।
কার্টজ এক বিবৃতিতে বলেন, ‘ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে।’ গত মাসের ইরান-ইসরাইলের ১২ দিনের সংঘাতে, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করে এ কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তেহরানের সাপের মাথা আঘাত করার পরে আমরা ইয়েমেনেও হুতিকে আঘাত করব। যে কেউ ইসরাইলের বিরুদ্ধে হাত বাড়াবে, সেই হাত কেটে ফেলা হবে।’
তবে, হুতি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরাইল।

এদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ‘হুতি ইসরাইলের বিমানবন্দর এবং অন্যান্য সংবেদনশীল লক্ষ্যবস্তুতে চারটি হামলা চালিয়েছে।’

এর আগে ইসরাইলের ওপর হামলা চলতে থাকলে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধের হুমকি দেয় তেল আবিব। যারা গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে দীর্ঘদিন থেকে ইসরাইলের ওপর হামলা অব্যাহত রেখেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলে নিয়োজিত রাষ্ট্রদূত মাইক হাকাবি এক্সে এক পোস্টে বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, আমরা ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পেরেছি। কিন্তু হুতি আবার হামলা চালালো। মনে হচ্ছে বি২ বোমা ইয়েমেনেও ফেলতে হবে।’