, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম

  • SURMA TV 24
  • Update Time : ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৩৭৩ Time View

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়বো। বৈষম্যহীন, ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে দেশটাকে আমরা গড়ে তুলবো। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। কিন্তু অভ্যুত্থানের পরে, ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে।‘

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপির অফিস উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ‘যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এইজন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম? আমরা চাই, প্রত্যেক উপজেলাকে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে। আপনারা যারা মুরুব্বিরা আছেন, মা-বোনেরা আছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, ‘একটিমাত্র পরিবার, মুজিব পরিবার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছিল। এই জমিদারি প্রথা আমরা ভেঙেছি গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোনও জমিদারি, চাঁদাবাজ, ফ্যাসিস্ট তৈরি হয় তার বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। তার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে।

‘আমাদের সনাতন ধর্মের ভাইবোনরা অনেক নির্যাতিত হয়েছেন। তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ বার বার বলেছে তারা অসাম্প্রদায়িক, কিন্তু আসলে তা নয়। তারা কখনও সনাতন ধর্মের মানুষের ওপর ইনসাফ করেনি। আমরা সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশি নাগরিক হিসেবে সব সুবিধা পাবো। হাসিনা নিজে নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে ভারতে। যারা লুটপাট করে কোটি কোটি টাকা কামিয়েছে তারা আজ নাই। পালিয়েছে। এভাবে নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়ে তারা ঠিক করেনি।’

অনুষ্ঠানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Popular Post

ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম

Update Time : ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়বো। বৈষম্যহীন, ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে দেশটাকে আমরা গড়ে তুলবো। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। কিন্তু অভ্যুত্থানের পরে, ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে।‘

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপির অফিস উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ‘যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এইজন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম? আমরা চাই, প্রত্যেক উপজেলাকে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে। আপনারা যারা মুরুব্বিরা আছেন, মা-বোনেরা আছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, ‘একটিমাত্র পরিবার, মুজিব পরিবার দেশে জমিদারতন্ত্র কায়েম করেছিল। এই জমিদারি প্রথা আমরা ভেঙেছি গণঅভ্যুত্থানে। নতুন করে যদি কোনও জমিদারি, চাঁদাবাজ, ফ্যাসিস্ট তৈরি হয় তার বিরুদ্ধেও আমাদের কথা বলতে হবে। তার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে।

‘আমাদের সনাতন ধর্মের ভাইবোনরা অনেক নির্যাতিত হয়েছেন। তাদের জমি দখল করা হয়েছে। আওয়ামী লীগ বার বার বলেছে তারা অসাম্প্রদায়িক, কিন্তু আসলে তা নয়। তারা কখনও সনাতন ধর্মের মানুষের ওপর ইনসাফ করেনি। আমরা সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশি নাগরিক হিসেবে সব সুবিধা পাবো। হাসিনা নিজে নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছে ভারতে। যারা লুটপাট করে কোটি কোটি টাকা কামিয়েছে তারা আজ নাই। পালিয়েছে। এভাবে নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়ে তারা ঠিক করেনি।’

অনুষ্ঠানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।