, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তান সীমান্তে ৩০০ সন্ত্রাসী হত্যার দাবি পাকিস্তানের

  • SURMA TV 24
  • Update Time : ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৩৭১ Time View

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। পাক সেনাবাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
পাকিস্তানি সেনাবাহিনী শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, ওই সন্ত্রাসীরা পাকিস্তান তালেবান অথবা এর সহযোগী সংগঠনের সদস্য। গত তিন দিনে সেনাবাহিনীর অভিযানে তারা নিহত হয়। ‘সম্ভাব্য বিপর্যয়’ ঠেকিয়ে দেয়ায় সেনাবাহিনীর প্রশংসাও করা হয়েছে বিবৃতিতে।

প্রতিবেদন মতে, গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবানের একটি অংশ আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে পাক সেনাবাহিনীর ১৬ সদস্য নিহত হন। ওই ঘটনার কয়েকদিন পর একই জেলায় ৩০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে পাক সেনাবাহিনীর।
সেনাবাহিনীর বিবৃতিতে যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের বিস্তারিত বিবরণ দেয়া না হলেও ‘বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক’ জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দেশ থেকে সকল ধরণের সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী উভয়ের বিবৃতিতেই সন্ত্রাসীদের মদদ দেয়ার জন্য ভারতকে দায়ী করা হয়েছে। নয়াদিল্লি এখনও ইসলামাবাদের সর্বশেষ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Popular Post

আফগানিস্তান সীমান্তে ৩০০ সন্ত্রাসী হত্যার দাবি পাকিস্তানের

Update Time : ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। পাক সেনাবাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
পাকিস্তানি সেনাবাহিনী শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, ওই সন্ত্রাসীরা পাকিস্তান তালেবান অথবা এর সহযোগী সংগঠনের সদস্য। গত তিন দিনে সেনাবাহিনীর অভিযানে তারা নিহত হয়। ‘সম্ভাব্য বিপর্যয়’ ঠেকিয়ে দেয়ায় সেনাবাহিনীর প্রশংসাও করা হয়েছে বিবৃতিতে।

প্রতিবেদন মতে, গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবানের একটি অংশ আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে পাক সেনাবাহিনীর ১৬ সদস্য নিহত হন। ওই ঘটনার কয়েকদিন পর একই জেলায় ৩০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে পাক সেনাবাহিনীর।
সেনাবাহিনীর বিবৃতিতে যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের বিস্তারিত বিবরণ দেয়া না হলেও ‘বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক’ জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দেশ থেকে সকল ধরণের সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী উভয়ের বিবৃতিতেই সন্ত্রাসীদের মদদ দেয়ার জন্য ভারতকে দায়ী করা হয়েছে। নয়াদিল্লি এখনও ইসলামাবাদের সর্বশেষ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।