স্পেনে গাড়ি দুর্ঘটনায় নিহত দিয়েগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভার মরদেহ নিজ দেশ পর্তুগালে পৌঁছে গেছে। তাদের জন্মস্থান গোন্দোমারের একটি চার্চে সেগুলো রাখা হয়েছে। শনিবার (৫ জুলাই) হবে শেষকৃত্য অনুষ্ঠান।
পোর্তো থেকে ৩৩ কিলোমিটার দূরের ম্যাট্রিজ দে গোন্দোমার চার্চে স্থানীয় সময় সকাল ১০টায় তাদের শেষকৃত্য অনুষ্ঠান হবে। সেটাকে সামনে রেখে ওই চার্চে উপস্থিতি হয়েছেন জোটা ভাইদের আত্মীয়-স্বজনরা। সবার মধ্যেই শোকের ছায়া।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া এলাকায় গাড়ি দুর্ঘটনায় শিকার হন জোটা। অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় তাদের গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়।
জোটার মৃত্যুতে তার জাতীয় দল ও ক্লাবের সতীর্থ থেকে শুরু করে সাবেক-বর্তমান ফুটবলারও শোক জানাচ্ছেন। জোটার সবশেষ ক্লাব লিভারপুলও শোকবার্তা জানিয়েছে। লিভারপুল শোক জানিয়ে লেখে, ‘দিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুতে লিভারপুল ফুটবল ক্লাব স্তব্ধ। লিভারপুল এই মুহূর্তে আর কোনো মন্তব্য করবে না। দিয়োগো ও আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং ক্লাব স্টাফদের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। তাদের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখব আমরা।’
ইংলিশ ক্লাবগুলোর পাশাপাশি বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদসহ ইউরোপের অনেক ক্লাবই শোকবার্তা জানিয়েছে। ক্লাবগুলো জোটার মৃত্যুকে শ্রদ্ধা জানিয়ে অনুশীলনে নীরবতা পালন করছে।