, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরাইলি সেনা নিহত

  • SURMA TV 24
  • Update Time : ২৩ ঘন্টা আগে
  • ১৩৭০ Time View

গাজায় গত ২২ মাস ধরে চলা সামরিক আগ্রাসনকালে ভুল করে নিজেদের ছোড়া গুলিতে অন্তত ৩১ ইসরাইলি সেনা নিহত হয়েছে। গত শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইসরাইলি আর্মি রেডিও। খবর মিডল ইস্ট মনিটরের।
ইসরাইলি আর্মি রেডিওর প্রতিবেদন মতে, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৪৪০ ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন সেনা অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন, যা গাজায় নিহত মোট সেনার প্রায় ১৬ শতাংশ।

এছাড়া ‘ফ্রেন্ডলি ফায়ার’ সেনাদের নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে নিহত হয়েছে ৩১ জন। গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় ২৩ জন, সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ৭ জন এবং অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে আরও ৬ জন।
কর্মক্ষেত্রে দুর্ঘটনায় তথা পড়ে গিয়ে বা সামরিক সরঞ্জাম নিয়ন্ত্রণ করতে গিয়ে নিহত হয়েছে আরও ৫ সেনা। সবশেষ এ ধরনের একটি ঘটনা ঘটে গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে। তবে খবরে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরাইলের সেনাবাহিনীর তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৮৮২ ইসরাইলি সেনা নিহত এবং ৬ হাজার ৩২ সেনা আহত হয়েছে। এর মধ্যে স্থল অভিযানে নিহত হয়েছে ৪৪০ জন।

অন্যদিকে ইসরাইলের সামরিক আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।

Popular Post

গাজায় নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরাইলি সেনা নিহত

Update Time : ২৩ ঘন্টা আগে

গাজায় গত ২২ মাস ধরে চলা সামরিক আগ্রাসনকালে ভুল করে নিজেদের ছোড়া গুলিতে অন্তত ৩১ ইসরাইলি সেনা নিহত হয়েছে। গত শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইসরাইলি আর্মি রেডিও। খবর মিডল ইস্ট মনিটরের।
ইসরাইলি আর্মি রেডিওর প্রতিবেদন মতে, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৪৪০ ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন সেনা অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন, যা গাজায় নিহত মোট সেনার প্রায় ১৬ শতাংশ।

এছাড়া ‘ফ্রেন্ডলি ফায়ার’ সেনাদের নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে নিহত হয়েছে ৩১ জন। গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় ২৩ জন, সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ৭ জন এবং অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে আরও ৬ জন।
কর্মক্ষেত্রে দুর্ঘটনায় তথা পড়ে গিয়ে বা সামরিক সরঞ্জাম নিয়ন্ত্রণ করতে গিয়ে নিহত হয়েছে আরও ৫ সেনা। সবশেষ এ ধরনের একটি ঘটনা ঘটে গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে। তবে খবরে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরাইলের সেনাবাহিনীর তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৮৮২ ইসরাইলি সেনা নিহত এবং ৬ হাজার ৩২ সেনা আহত হয়েছে। এর মধ্যে স্থল অভিযানে নিহত হয়েছে ৪৪০ জন।

অন্যদিকে ইসরাইলের সামরিক আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।