, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় রান ১০০ পার করে ফিরলেন ইমন

  • SURMA TV 24
  • Update Time : ২৩ ঘন্টা আগে
  • ১৩৭০ Time View

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। আগের ম্যাচে ভালা করলেও এ ম্যাচে ৭ রান করেই ফিরতে হয়েছে তানজিদ হাসান তামিমকে। দলীয় ১০ রানে বাঁহাতি এই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন পারভেজ হোসেন ইমন।
প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম দ্বিতীয় ওয়ানডেতে জ্বলে উঠতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর বলে বাঁহাতি ব্যাটার ফিরেছেন মাত্র ৭ রানে। আর তাতে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।
তানজিদকে হারানোর পর একটু দেখেশুনে ব্যাটিং করতে থাকেন নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমন। তাদের দুজনের ব্যাটেই শুরুর ধাক্কা সামাল দেয় টাইগাররা। পাওয়ার প্লেতে আর কোন উইকেট না হারিয়ে ৬৫ রান তুলেছে সফরকারীরা। যেখানে সবশেষ কয়েক ওভারে ব্যাট হাতে ঝড় তুলেছেন পারভেজ ইমন।

ইমন চাপ সামলে দ্রুত রান তুললেও শান্ত সেখান থেকে বের হতে পারেননি। পাওয়ার প্লে’র শেষে চারিথ আসালাঙ্কাকে ব্যাকফুটে গিয়ে ডিপ মিড উইকেটে খেলার চেষ্টায় মাহিশ থিকশানার হাতে ক্যাচ দিয়েছেন শান্ত। বাঁহাতি ব্যাটার ফিরেছেন ১৯ বলে ১৪ রানে।
শান্ত ফিরলেও ওয়ানডেতে নিজের দ্বিতীয় ম্যাচেই হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেট জুটিতে তাওহীদ হৃদয়কে নিয়ে দলীয় রান একশ পার করেন তিনি। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমন। হাসারাঙ্গার বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে ৬৯ বলে ৬৭ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে ব্যাট করছেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।

Popular Post

দলীয় রান ১০০ পার করে ফিরলেন ইমন

Update Time : ২৩ ঘন্টা আগে

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। আগের ম্যাচে ভালা করলেও এ ম্যাচে ৭ রান করেই ফিরতে হয়েছে তানজিদ হাসান তামিমকে। দলীয় ১০ রানে বাঁহাতি এই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন পারভেজ হোসেন ইমন।
প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম দ্বিতীয় ওয়ানডেতে জ্বলে উঠতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর বলে বাঁহাতি ব্যাটার ফিরেছেন মাত্র ৭ রানে। আর তাতে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।
তানজিদকে হারানোর পর একটু দেখেশুনে ব্যাটিং করতে থাকেন নাজমুল হোসেন শান্ত ও পারভেজ হোসেন ইমন। তাদের দুজনের ব্যাটেই শুরুর ধাক্কা সামাল দেয় টাইগাররা। পাওয়ার প্লেতে আর কোন উইকেট না হারিয়ে ৬৫ রান তুলেছে সফরকারীরা। যেখানে সবশেষ কয়েক ওভারে ব্যাট হাতে ঝড় তুলেছেন পারভেজ ইমন।

ইমন চাপ সামলে দ্রুত রান তুললেও শান্ত সেখান থেকে বের হতে পারেননি। পাওয়ার প্লে’র শেষে চারিথ আসালাঙ্কাকে ব্যাকফুটে গিয়ে ডিপ মিড উইকেটে খেলার চেষ্টায় মাহিশ থিকশানার হাতে ক্যাচ দিয়েছেন শান্ত। বাঁহাতি ব্যাটার ফিরেছেন ১৯ বলে ১৪ রানে।
শান্ত ফিরলেও ওয়ানডেতে নিজের দ্বিতীয় ম্যাচেই হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেট জুটিতে তাওহীদ হৃদয়কে নিয়ে দলীয় রান একশ পার করেন তিনি। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমন। হাসারাঙ্গার বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে ৬৯ বলে ৬৭ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে ব্যাট করছেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।