, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মস্কোর দিকে আসা ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

  • SURMA TV 24
  • Update Time : ১৫ ঘন্টা আগে
  • ১৩৬৯ Time View

মস্কোর দিকে আসা চারটি ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। এতে রাজধানীর একটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রেখেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এসব তথ্য জানিয়েছেন।
মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, শনিবার মস্কো অভিমুখি চারটি ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া।

জরুরি পরিষেবাগুলো ড্রোন ভূপাতিত করার স্থানে কাজ করছে, তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেননি সোবিয়ানিন।
টেলিগ্রামে প্রকাশিত এক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার সন্ধ্যা থেকে মাত্র পাঁচ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে বিমান প্রতিরক্ষা ইউনিট ৪৮টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে মস্কোর আশেপাশের অঞ্চলে পাঁচটি ড্রোন ছিল, যার মধ্যে দুটি রাজধানীর দিকে যাচ্ছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ববর্তী এক প্রতিবেদনে বলা হয়েছিল, শনিবার রাতভর রাশিয়ার উপর দিয়ে ছুটে আসা ৯৪টি ড্রোন ধ্বংস করা হয় এবং দিনের বেলায় মাত্র ছয় ঘন্টার মধ্যে আরও ৪৫টি ড্রোন ধ্বংস করা হয়।
এদিকে, মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করায় যাত্রা বিলম্বিত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া জানায়, রাজধানীর আকাশসীমার উপর বিধিনিষেধ এবং তীব্র বাতাসের প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা নেয়া হয়।
এছাড়া রোজাভিয়াতসিয়া আরও জানিয়েছে, নিরাপত্তার কারণে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরসহ আরও বেশ কয়েকটি বিমানবন্দরে আগত এবং বহির্গামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স

Popular Post

মস্কোর দিকে আসা ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

Update Time : ১৫ ঘন্টা আগে

মস্কোর দিকে আসা চারটি ইউক্রেনীয় ড্রোনকে ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। এতে রাজধানীর একটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রেখেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এসব তথ্য জানিয়েছেন।
মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, শনিবার মস্কো অভিমুখি চারটি ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া।

জরুরি পরিষেবাগুলো ড্রোন ভূপাতিত করার স্থানে কাজ করছে, তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেননি সোবিয়ানিন।
টেলিগ্রামে প্রকাশিত এক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার সন্ধ্যা থেকে মাত্র পাঁচ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে বিমান প্রতিরক্ষা ইউনিট ৪৮টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে মস্কোর আশেপাশের অঞ্চলে পাঁচটি ড্রোন ছিল, যার মধ্যে দুটি রাজধানীর দিকে যাচ্ছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ববর্তী এক প্রতিবেদনে বলা হয়েছিল, শনিবার রাতভর রাশিয়ার উপর দিয়ে ছুটে আসা ৯৪টি ড্রোন ধ্বংস করা হয় এবং দিনের বেলায় মাত্র ছয় ঘন্টার মধ্যে আরও ৪৫টি ড্রোন ধ্বংস করা হয়।
এদিকে, মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করায় যাত্রা বিলম্বিত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া জানায়, রাজধানীর আকাশসীমার উপর বিধিনিষেধ এবং তীব্র বাতাসের প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা নেয়া হয়।
এছাড়া রোজাভিয়াতসিয়া আরও জানিয়েছে, নিরাপত্তার কারণে সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরসহ আরও বেশ কয়েকটি বিমানবন্দরে আগত এবং বহির্গামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স