ইসরাইলি হামলার শিকার পশ্চিম ইরানের একটি এলাকায় বিস্ফোরক নিষ্ক্রিয় করার চেষ্টার সময় দেশটির অভিজাত রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন।
ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসির এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে,
ইহুদিবাদী সরকারের আগ্রাসনের সময় খোরামাবাদে ফেলে যাওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় রোববার (৬ জুলাই) গার্ডের দুই সদস্য নিহত হন।
এদিকে ইসরাইলের সাথে তেহরানের সংঘাত শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।
রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, আশুরার উৎসবের একদিন আগে শনিবার একটি মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানাচ্ছেন খামেনি।