সুরমা টিভি ২৪ ডেস্কঃ
জামেয়া ইসলামিয়া বহরগ্রাম- এর আবনা-ফুযালা-হুফফাজ পরিষদের উদ্যোগে বিগত ০৬জুলাই ২০২৫ ঈসায়ি মোতাবেক ১০ মুহাররম ১৪৪৭ হিজরি রোজ রবিবার জামেয়ার হলরুমে জামেয়ার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মুফতি ইবাদুর রহমান কাসেমির সভাপতিত্বে সভা পরিচালনা করেন মাওলানা কবির আহমদ,হাফিজ মাওলানা আবু সাঈদ, হাফিজ মাওলানা লুকমান আহমদ নাঈম।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া ইসলামিয়া বহরগ্রামের মহাপরিচালক মাওলানা এনামুল হক সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়ার সম্মানিত আসাতিজায়ে কেরাম। নির্ধারিত সময়ে অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।অতঃপর পরিষদের সভাপতি ও জামেয়ার মহাপরিচালক আগত জামেয়ার আবনা-ফুযালা-হুফফাজদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য পেশ করেন। এরপর জামেয়ার আবনা-ফুযালা-হুফফাজ ও ব্যাচওয়ারী প্রতিনিধিরা স্মৃতিচারণ-অভিব্যক্তি প্রকাশ করেন।বাদ জোহর শুরু হয় সভার দ্বিতীয় অধিবেশন। উক্ত অধিবেশনে জামেয়ার বহুল আকাঙ্ক্ষিত প্রাক্তন শিক্ষার্থীদের পরিষদের একটি নাম নির্ধারণ , গঠনতন্ত্রের অনুমোদন, মজলিসে শূরা গঠন, সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়। উপস্থিত জামেয়ার প্রায় ছয়শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত সম্মতিতে সবকটি বিষয় সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্নভাবে সম্পন্ন হয়।উক্ত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হলোঃ ১. পরিষদের নাম সভায় উপস্থিত সকল আবনা-ফুযালা-হুফফাজদের সর্বসম্মতিক্রমে “আল-ইনআম পরিষদ ” নির্ধারণ করা হয়। ২. কার্যনির্বাহী পরিষদ কর্তৃক গঠিত সাব-কমিটির মাধ্যমে প্রণীত গঠনতন্ত্র পূর্ণাঙ্গ পর্যালোচনা শেষে আনুষ্ঠানিকভাবে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ৩. সভায় গঠনতন্ত্র অনুযায়ী ১০১ সদস্যের শূরা কমিটির মধ্যে হতে ৯৭ জন সদস্য বিশিষ্ট একটি শূরা পরিষদ গঠন করা হয়। প্রয়োজনে আরও ৪ জন সদস্য পরবর্তীতে যুক্ত করারও সিদ্ধান্ত গৃহীত হয়। ৪. সভায় সাবেক আবনা-ফুযালা-হুফফাজ পরিষদের কার্যকরি পরিষদ বিলুপ্ত করতঃ আল-ইনআম পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সভাপতি: হাফিজ মাওলানা মুফতী ইবাদুর রহমান ক্বাসেমী (হাফিজ – ২০০৭)সাধারণ সম্পাদক: মাওলানা কবির আহমদ (ফাযিল – ২০১৯) ৫. গঠিত শুরা পরিষদের সভা আহবান করে উপদেষ্টা পরিষদ ও কার্যকরি পরিষদের বাকী কর্মকর্তা ও সদস্য মনোনয়ন করার সিদ্ধান্ত হয়। দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত এই স্বপ্ন পূরণে জামেয়ার প্রাণভোমরাদের হৃদয়ে অন্যরকম অনুভূতি পরিলক্ষিত হয়। উপস্থিত সবাই আমৃত্যু জামিয়ার কল্যাণ, উন্নতি ও অগ্রগতির জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকায় নিয়োজিত থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।পরিশেষে, জামেয়ার মুদীরে মুহতারাম মাওলানা এনামুল হক সাহেব জামেয়ার সংক্ষিপ্ত ইতিহাস, আবনা-ফুযালা-হুফফাজদের করণীয় ও তাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে হৃদয়স্পর্শী নসিহতমূলক বক্তব্য ও দোয়ার মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।