তারিখ: ১১ জুলাই ২০২৫
সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১১ জুলাই ২০২৫ শুক্রবার এক বিবৃতিতে অভিযোগ করছে যে কয়েকদিন আগে কারাবন্দী জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনুর আইনজীবী ও পরিবারকে না জানিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার নামে গোপনে কারাগারে গিয়ে তার ভয়েস রেকর্ড করেছে। জাসদের বিবৃতিতে উদ্বেগ ও আশংকা প্রকাশ করে বলা হয় যে, জনাব হাসানুল হক ইনুর রেকর্ডকৃত ভয়েস কারিগরি প্রযুক্তির অপব্যবহার রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিতভাবে পরিবর্তন করে তাঁর বিরুদ্ধে আইসিটি ও দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় ফরেনসিক সাক্ষ্য হিসাবে ব্যবহারের অপচেষ্টা চালানো হবে। জাসদের বিবৃতিতে আরও অভিযোগ করা হয় যে, মিথ্যা মামলায় কারাবন্দীদের অনেকেই জোরজবরদস্তি করে রাজসাক্ষী বানানোর ও অপচেষ্টা চলছে। জাসদের বিবৃতিতে অভিযোগ করা হয় যে, মেটিক্যুলাস ডিজাইনে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, বাংলাদেশ রাষ্ট্রের জন্মশত্রু—চিরশত্রুদের কর্তৃক রাষ্ট্রক্ষমতা জবরদখল করে বেআইনিভাবে আইন—কানুন পরিবর্তন করে বেআইনিভাবে আইসিটি দখল ও নিজেদের রাজনৈতিক ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত প্রতিহিংসামূলক মিথ্যা মামলা সাজানো বিচারে পূর্বনির্ধারিত রায় দিয়ে জননেতা হাসানুল হক ইনুসহ মুক্তিযুদ্ধের অগ্রসেনা, বিশিষ্ট রাজনৈতিক ও প্রজাতন্ত্রের কর্মকর্তা—কর্মচারীদের বিচারিক হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নেয়ার তোরজোর করা হচ্ছে। জাসদের বিবৃতিতে অবৈধ ক্ষমতা দখলদার বেআইনি সরকার নিয়ন্ত্রিত বেআইনি আদালতে বেআইনি বিচারে বিচারিক হত্যার সোচ্চার অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হবার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মানধাধিকার সংস্থাসমূহ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তি, দল, মহল, গোষ্ঠীর প্রতি আহবান জানানো হয়।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ