বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাবে টিকিট। বিসিবির টিকিট সংক্রান্ত ওয়েবসাইটে আগামী ১৫ জুলাই থেকে পাওয়া যাবে টিকিট।
টিকিট বিক্রি নিয়ে মধুমতি ব্যাংক পিএলসির সঙ্গে ৩ বছরের চুক্তি আছে বিসিবির। সর্বশেষ বিপিএল এবং কয়েকটি সিরিজে তাই মধুমতি ব্যাংকের ব্র্যাঞ্চে গিয়ে টিকিট কেনার সুযোগ রেখেছিল বিসিবি। তবে এবার সেটা আর থাকছে না। বেশকিছু অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কারণে এবার টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd তে আগামী ১৫ জুলাই থেকে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম। দর্শকরা টিকিট প্রিন্ট করে আনার পাশাপাশি মোবাইলে দেখিয়েও ঢুকতে পারবেন বলেও জানিয়েছেন বিসিবির এই পরিচালক।
তবে, ম্যাচের দিন পর্যন্ত যদি কোনো টিকিট অবিক্রিত থেকে যায় সেটা ম্যাচের দিন বিসিবির নির্ধারিত টিকিট বুথে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মাহবুব। কোন কোন বুথে পাওয়া যাবে, সেটা বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে জানানো হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে এই দামে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ করে। ক্লাব হাউজের টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা। সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা দাম ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিট। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে আড়াই হাজার এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট মিলবে দেড় হাজার টাকায়।