জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ। আবু সাঈদের আত্মত্যাগের এক বছর আজ। গত বছর এদিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী। পরিবারের দাবি যে স্বপ্ন নিয়ে তার এমন আত্মত্যাগ তা এখনও পূরণ হয়নি৷
নিভৃত পল্লীতে বেড়ে ওঠা এক তরুণ কীভাবে পুরো জাতিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করাতে অনুপ্রাণিত করেছিলেন রংপুর ঘুরে সেই সব তথ্য তুলে ধরা হলো আজকের এ প্রতিবেদনে।
২০২৪ সালের ১৬ জুলাইয়ের ঐতিহাসিক এ ঘটনা বাড়িয়ে দিয়েছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের তেজ। পুলিশের গুলির সামনে বুক পেতে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে সোচ্চার করেছিল পুরো জাতিকে। তিনি ছিলেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ।
শৈশব থেকেই সংগ্রামী জীবনকে আলিঙ্গন করেছিলেন আবু সাইদ। দারিদ্র্যের অন্ধকার থেকে মুক্তির পথ হিসেবে তার সামনে আসে শিক্ষার আলো। ছিলেন শান্তশিষ্ট এবং অধ্যবসায়ী।
শৈশব ও কৈশোর পার করে মেধার সাক্ষর রেখে আবু সাইদ ঊচ্চতর পড়াশোনার জন্য ভর্তির সুযোগ পান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে।
সহপাঠীরা জানান, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকেই সক্রিয় হন আবু সাঈদ। স্বপ্ন দেখেন তার মতো লাখো শিক্ষিত তরুণ সুযোগ পাবেন যোগ্যতা প্রমাণের।

SURMA TV 24 









