গাজায় ত্রাণ সরবরাহ কেন্দ্রগুলোর ওপর অব্যাহত আছে ইসরাইলের অবরোধ, যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত সাহায্য কেন্দ্রগুলোতে খাবার খুঁজতে যেতে বাধ্য হওয়া লোকদের ওপরও গুলি চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যেই অনাহারে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
গাজা সিটির আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, ৩৫ দিন বয়সি শিশুটি অপুষ্টিতে মারা গেছে। শনিবার (১৯ জুলাই) হাসপাতালে অনাহারে মারা যাওয়া দুজনের মধ্যে ওই শিশুটিও ছিল। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, হাসপাতালের জরুরি বিভাগগুলোতে বহু ক্ষুধার্ত মানুষ ভিড় করছেন। গাজার ১৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানান কর্মকর্তারা।
তবে থামছে না ইসরাইলি সেনাবাহিনীর বর্বরতা। গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, শনিবার ভোর থেকে উপত্যকরাজুড়ে কমপক্ষে ১১৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩৮ জন মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত সাহায্য কেন্দ্রে খাবার খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে এবং রাফার উত্তর-পশ্চিমে আরেকটি কেন্দ্রের কাছে এই হতাহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল-খালিদি আল জাজিরাকে বলেন, শনিবার ত্রাণপ্রার্থীদের ওপর গুলি চালানো হয়েছিল ‘হত্যার উদ্দেশে’।
তিনি আরও বলেন, ‘হঠাৎ, আমরা একদিক থেকে জিপ এবং অন্যদিক থেকে ট্যাঙ্ক আসতে দেখলাম এবং তারা আমাদের দিকে গুলি চালাতে শুরু করল।’
সূত্র: আল জাজিরা

SURMA TV 24 










