সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় হাজির হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু আদালতের কাছে অভিযোগ করেন, তাঁর কণ্ঠস্বর অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই অভিযোগ করেন হাসানুল হক ইনু। তাঁর সঙ্গে এ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ আসামি। হাসানুল হক ইনুসহ এই মামলার ১৬ জন আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার শুনানির শুরুতে ইনুর আইনজীবী আবুল হাসান শুনানির শুরুতে বলেন, তাঁর মক্কেল কথা বলতে চান। ট্রাইব্যুনাল অনুমতি দেওয়ায় ইনু বলেন, গত জুন মাসে কাশিমপুর কারাগারে কয়েকজন তাঁর কণ্ঠস্বর পরীক্ষা করেন। তবে তাঁর কণ্ঠস্বর পরীক্ষার জন্য ট্রাইব্যুনালের কোনো আদেশ সেই ব্যক্তিরা দেখাননি। তাঁর আইনজীবীও এ বিষয়ে কিছু জানেন না। তাঁর কণ্ঠস্বর অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।
এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুরু থেকে সরাসরি হাসানুল হক ইনুর কথা না শুনে আইনজীবীর মাধ্যমে শোনার জন্য ট্রাইব্যুনালকে অনুরোধ করেন। একপর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, এক-দুই মিনিটে শুনলে অসুবিধার কিছু নেই।
লিখিত অভিযোগ পেলে বিষয়টি দেখবেন বলে জানান ট্রাইব্যুনাল। তখন চিফ প্রসিকিউটর বলেন, আইন মেনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অডিওর সঙ্গে মেলানোর জন্য ইনুর কণ্ঠস্বর নিয়েছে।