তিনি আরও জানিয়েছেন, গাজার নয় লাখ শিশু এখন ক্ষুধায় ভুগছে। এর মধ্যে অন্তত ৭০ হাজার অপুষ্টিতে আক্রান্ত।
এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জাপানসহ বিশ্বের ২৮টি দেশ। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরাইলের মানবিক সহায়তা দেয়ার মডেলকে বিপজ্জনক ও মর্যাদাহানিকর হিসেবে আখ্যা দেয়া হয়েছে।
বিবৃতিতে পানি আর খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ নিহত হওয়াকেও ভয়াবহ বলেছে দেশগুলো। এছাড়া, নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে মানবিক শহর গঠনের প্রস্তাবকে স্থায়ী জবরদখল বলেও দাবি করে তারা।
এই বিবৃতিকে স্বাগত জানালেও হামাস বলেছে, নেতানিয়াহু প্রশাসনের অপরাধকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দিয়েছে। সংগঠনটির দাবি, জিএইচএফ এর মানবিক সহায়তা চালু হওয়ার পর থেকে শুধু ত্রাণ সংগ্রহ করতে গিয়েই নিহত হয়েছেন হাজারও ফিলিস্তিনি।
ইসরাইল এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, যুদ্ধের দায় পুরোপুরি হামাসের। কেননা যুদ্ধের শুরুটা তারাই করেছে। ইসরাইল বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি তাদের।মঙ্গলবার (২২ জুলাই) গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর অপুষ্টিতে ১০১ জন মারা গেছেন, যাদের মধ্যে অন্তত ৮০ জনই শিশু।
এর আগে গাজা শহরের শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়া বলেন, গত ৭২ ঘণ্টায় এই অঞ্চলে অপুষ্টি ও অনাহারে ২১ শিশু মারা গেছে।

SURMA TV 24 










