রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের যমজ দুই বোন সারিনা জাহান ও সাইবা জাহান। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন।
দগ্ধ সারিনা ও সাইবা জাহান চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা, উত্তরা এলাকার ব্যবসায়ী ইয়াছিন মজুমদারের সন্তান। সারিনা তৃতীয় শ্রেণি ও সাইবা চতুর্থ শ্রেণির ছাত্রী।
দগ্ধ হওয়ার পরপরই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, সারিনার শরীরের ২০ শতাংশ এবং সাইবার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তাদের বাবা ইয়াছিন মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে স্কুলে ছুটে যান তিনি। পরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে মেয়েদের সন্ধান পান। দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমার ছোট ছোট দুই মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।’
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় পাইলটসহ ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৭৮ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

SURMA TV 24 











