পাকিস্তানের পাঞ্জাবে যাত্রীবাহী বাস খাদে পড়ে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩০ জন। রোববার (২৭ জুলাই) সকালে পাঞ্জাবের চকওয়াল জেলার বলকাসার ইন্টারচেঞ্জের কাছে বাসটি খাদে পড়ে যায়।
রোববার সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানা যায়।
উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্রের মতে, বাসটি যখন ইসলামাবাদ থেকে লাহোর যাচ্ছিল তখন ইসলামাবাদ-লাহোর মোটরওয়ে এর বলকাসার ইন্টারচেঞ্জের কাছে বাসটির একটি টায়ার ফেটে যায়।
এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে গাড়িটি খাদে পড়ে এবং উল্টে যায়।
পুলিশের এক বিবৃতি অনুসারে, আটজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে বাস চালকও ছিলেন।
বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এদিকে উদ্ধারকারী সংস্থার জারি করা তালিকা অনুসারে, প্রাণ হারানো চার শিশুর মধ্যে একটি আট মাস বয়সী এবং একটি এক বছরের শিশুও রয়েছে।
নিহতদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়স ৪৫ বছর, আহতদের বয়স ১৬ থেকে ৫৫ বছরের মধ্যে।

SURMA TV 24 










