নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দুই হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে রোববার (২৭ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বরাবো বাসস্ট্যান্ড ও ডহরগাঁও এলাকায় দুইটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় বরাবো বাসস্ট্যান্ড এলাকায় নিউ আল মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি নামে একটি কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্নসহ প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার।
পরে ডহরগাঁও এলাকায় তিন কিলোমিটার বিস্তৃত সাতশ’ বাড়ির দুই হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধ সংযোগস্থলগুলো বন্ধ করে পাইপ লাইন অপসারণ করে তিতাস কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের রূপগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, ‘অবৈধ গ্যাসের সংযোগ বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।’

SURMA TV 24 









