গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৪ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের বরাতে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
মন্ত্রণালয়ের সবশেষ দৈনিক আপডেটে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার প্রতিবেদনের সময়কালে পূর্ববর্তী হামলায় নিহত একজনসহ গাজার বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ফিলিস্তিনির মৃতদেহ আনা হয়েছে।
এ নিয়ে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।
এতে আরও বলা হয়েছে, নতুন করে আরও ৬৩৭ জন ইসরাইলি হামলায় আহত হয়েছেন, যার ফলে যুদ্ধের সময় আহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জনে।
এদিকে ইসরাইলি সরকার গাজায় দুর্ভিক্ষের কথা অস্বীকার করেছে। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে উপত্যকায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয়ার জন্য নতুন ব্যবস্থা ঘোষণা করেছে নেতানিয়াহু প্রশাসন।
ইসরাইলের বিতর্কিত নিষেধাজ্ঞা, আমলাতান্ত্রিক বিলম্ব, ভিসা বাতিল এবং ত্রাণ কনভয়কে লক্ষ্যবস্তু করার কারণে সীমান্তে প্রচুর খাদ্য সহায়তা নষ্ট হয়ে গেছে বলেও জানা গেছে।
সূত্র: আল জাজিরা

SURMA TV 24 










