সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে জানতে সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩০ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন উপ-সহকারী পরিচালক পারুল আক্তারের নেতৃত্বে দুদকের একটি দল।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ গত জানুয়ারি থেকে শুরু হয়। তার অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এর আগে গত ১৬ জুলাই সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। ওই হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা স্থিতি রয়েছে বলে জানা গেছে। দুদকের পক্ষে উপ-পরিচালক ইয়াছির আরাফাত ব্যাংক হিসাব জব্দের আদেশ চেয়ে আবেদন করলে পরে আদালত তাদের ব্যাংক হিসাব জব্দ করেন।