সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি সোমবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার, সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক ছাত্র সংগ্রামের নেতা এডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্বারা মব সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে।
বিবৃতিতে বলা হয়, এড. ফজলুর রহমানের মত স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার, প্রবীন ও প্রথিতযশা রাজনৈতিক নেতাকে হত্যার হুমকি দিয়ে চিহ্নিত দুষ্কৃতিকারীদের দ্বারা মব সৃষ্টির ঘটনা আবারও প্রমাণ করলো যে সরকারের আশ্রয়েই লালিত হচ্ছে মবকারীরা।
জাসদের বিবৃতিতে বলা হয়, সরকার নিজেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কন্ঠস্বর ও রাজনৈতিক ভিন্নমত দমন করছে। জাসদের বিবৃতিতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সকল ধরণের মব ও ভিন্নমত দলনের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানানো হয়।