সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর লুটের মূলহোতা বিএনপি নেতা হাজি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে র্যাব-৯ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথরে নজিরবিহীন লুটের ঘটনায় প্রথম থেকে আলোচনায় ছিলেন বিএনপি নেতা সাহাব উদ্দিন। সমালোচনার মুখে উপজেলা বিএনপির এই সভাপতির পদ স্থগিত করে বিএনপি। তবে এতোদিন অধরাই ছিলেন সাদা পাথর লুটের মূল হোতা হিসেবে পরিচিত সাহাব উদ্দিন।
র্যাব-৯ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি বিশেষ দল শনিবার রাত ১১টা ১৫ মিনিটে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালায়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাহাব উদ্দিনকে ওই এলাকা থেকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে আলোচিত সাদাপাথর লুট ছাড়াও সাতটি মামলা রয়েছে।
সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে সাদাপাথর লুটেরার তালিকায় সাহাব উদ্দিনের নাম রয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।