, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এনবিআরের সাবেক সদস্য মতিউরকে পাঠানো হলো রিমান্ডে , স্ত্রী লায়লাকে কারাগারে

  • SURMA TV 24
  • Update Time : ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ১৪৫৯ Time View

অনলাইন নিউজ ডেস্ক:
‘ছাগল-কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে এ মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠান আদালত। একই সঙ্গে ১৯ জানুয়ারি তাঁর রিমান্ড আবেদনের শুনানি হবে।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার দুপুরে ও সন্ধ্যায় পৃথকভাবে এসব আদেশ দেন।

আজ সকালে মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মতিউর রহমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাঁকে রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিন মঞ্জুর করেন।

অন্যদিকে লায়লা কানিজ প্রসঙ্গে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় এজাহারনামীয় আসামি লায়লা কানিজ। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি রিমান্ড আবেদনের ওপর ১৯ জানুয়ারি শুনানির তারিখ ধার্য করেন।

১৫/১/২০২৫/সুরমা টিভি/ শামীমা

এনবিআরের সাবেক সদস্য মতিউরকে পাঠানো হলো রিমান্ডে , স্ত্রী লায়লাকে কারাগারে

Update Time : ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

অনলাইন নিউজ ডেস্ক:
‘ছাগল-কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানকে রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে এ মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠান আদালত। একই সঙ্গে ১৯ জানুয়ারি তাঁর রিমান্ড আবেদনের শুনানি হবে।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার দুপুরে ও সন্ধ্যায় পৃথকভাবে এসব আদেশ দেন।

আজ সকালে মতিউর রহমান ও তাঁর স্ত্রী লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মতিউর রহমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাঁকে রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিন মঞ্জুর করেন।

অন্যদিকে লায়লা কানিজ প্রসঙ্গে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় এজাহারনামীয় আসামি লায়লা কানিজ। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি রিমান্ড আবেদনের ওপর ১৯ জানুয়ারি শুনানির তারিখ ধার্য করেন।

১৫/১/২০২৫/সুরমা টিভি/ শামীমা