অনলাইন নিউজ ডেস্ক:
রাজধানীর বাড্ডা থানাধীন দক্ষিণ আনন্দনগরে একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
দগ্ধরা হলেন— তোফাজ্জল মিয়া (৩২), তার স্ত্রী মানসুরা বেগম (২৪), ও তাদের তিন মেয়ে: তানিশা (১২), মিথিলা (৮) ও তানজিলা (৪)। তারা সবাই দক্ষিণ আনন্দনগরের আনসার ক্যাম্প বাজারসংলগ্ন একটি ভাড়া বাসার নিচতলায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, ওই পরিবারের রান্নাঘরের গ্যাসলাইনে লিকেজ ছিল। রাতে ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো ঘরে আগুন ধরে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে রাত ১টার দিকে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
দগ্ধের বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘রাতের দিকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে আনা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য। তাদের শরীরের বিভিন্ন অংশে পোড়ার ক্ষত রয়েছে। প্রাথমিক ড্রেসিং চলছে। কার কী পরিমাণ দগ্ধ হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।’
দগ্ধ তোফাজ্জলের বাড়ি ঠাকুরগাঁও জেলার চিলারং থানায়। তিনি পেশায় একজন শ্রমিক। বর্তমানে পরিবারসহ আফতাব নগরের আনন্দনগর এলাকায় ভাড়া থাকতেন।
১৭/৫/২০২৫/সুরমা টিভি ২৪/শামীমা