, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ খ্যাত অভিনেতা

  • SURMA TV 24
  • Update Time : ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১৩৯৬ Time View

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ খ্যাত মার্কিন অভিনেতা জ্যাক বেটস। ১৯ জুন, ৯৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। খবরটি নিশ্চিত করেছেন তার ভাগ্নে ডিন সুলিভান।

তিনি জানিয়েছেন, অভিনেতা ক্যালিফোর্নিয়ার লস ওসোসে তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় মারা যান। জ্যাকের মৃত্যুসংবাদ ছড়াতেই স্তব্ধ পাশ্চাত্য বিনোদন জগত।

বলা প্রয়োজন, ২০০২ সালে স্যাম রাইমি পরিচালিত ‘স্পাইডার ম্যান’ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান ‘হেনরি বলকান’ চরিত্রে অভিনয় করা জ্যাক বেটস। পিটার পার্কার বা ‘স্পাইডার ম্যান-এর পাশাপাশি এই চরিত্রটিও বেশ জনপ্রিয়তা পায়।

১৯২৯ সালে নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন জ্যাক। তার পুরো নাম জ্যাক ফিলমোর বেটস।
১০ বছর বয়সে তিনি এবং তার পরিবার মিয়ামিতে চলে আসেন। মিয়ামি সিনিয়র হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পর, মিয়ামি বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ১৯৫৩ সালে উইলিয়াম শেক্সপিয়ারের ‘রিচার্ড ৩’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করার জন্য নিউ ইয়র্কে চলে যান।

দ্য অ্যাক্টরস স্টুডিওর সদস্য হিসেবে তার অভিনয় দক্ষতা আরও বাড়ান এই অভিনেতা। এটি পারফর্মার, থিয়েটার পরিচালক এবং নাট্যকারদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি সংগঠন। ১৯৫৯ সালে তিনি কানাডিয়ান থ্রিলার ‘দ্য ব্লাডি ব্রুড’-এর মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। যেখানে তিনি তার ছোট ভাইয়ের হত্যার তদন্তকারী একজন সাধারণ ব্যক্তির চরিত্রে অভিনয় করেন।

চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হওয়ার সাথে সাথে, তিনি একাধিক টিভি অনুষ্ঠানেও উপস্থিত হতে শুরু করেন। ১৯৬০-১৯৬২ সাল পর্যন্ত, তিনি সিবিএস রহস্য সিরিজ ‘চেকমেট’-এ ক্রিস ডেভলিনের চরিত্রে অভিনয় করেন। ১৯৬৩-১৯৬৫ সাল পর্যন্ত তিনি ‘জেনারেল হাসপাতাল’-এ ডক্টর কেন মার্টিনের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তার অভিনয়ের তালিকায় আছে ‘দ্য এজ অফ নাইট’, ‘দ্য ডক্টরস’, ‘আদার ওয়ার্ল্ড’, ‘অল মাই চিলড্রেন’, ‘সার্চ ফর টুমরো’, ‘গাইডিং লাইট’, ‘লাভিং’, ‘ওয়ান লাইফ টু লিভ’, ‘জেনারেশনস’।

সূত্র: ভ্যারাইটি

Popular Post

মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ খ্যাত অভিনেতা

Update Time : ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ খ্যাত মার্কিন অভিনেতা জ্যাক বেটস। ১৯ জুন, ৯৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। খবরটি নিশ্চিত করেছেন তার ভাগ্নে ডিন সুলিভান।

তিনি জানিয়েছেন, অভিনেতা ক্যালিফোর্নিয়ার লস ওসোসে তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় মারা যান। জ্যাকের মৃত্যুসংবাদ ছড়াতেই স্তব্ধ পাশ্চাত্য বিনোদন জগত।

বলা প্রয়োজন, ২০০২ সালে স্যাম রাইমি পরিচালিত ‘স্পাইডার ম্যান’ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান ‘হেনরি বলকান’ চরিত্রে অভিনয় করা জ্যাক বেটস। পিটার পার্কার বা ‘স্পাইডার ম্যান-এর পাশাপাশি এই চরিত্রটিও বেশ জনপ্রিয়তা পায়।

১৯২৯ সালে নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন জ্যাক। তার পুরো নাম জ্যাক ফিলমোর বেটস।
১০ বছর বয়সে তিনি এবং তার পরিবার মিয়ামিতে চলে আসেন। মিয়ামি সিনিয়র হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পর, মিয়ামি বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ১৯৫৩ সালে উইলিয়াম শেক্সপিয়ারের ‘রিচার্ড ৩’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করার জন্য নিউ ইয়র্কে চলে যান।

দ্য অ্যাক্টরস স্টুডিওর সদস্য হিসেবে তার অভিনয় দক্ষতা আরও বাড়ান এই অভিনেতা। এটি পারফর্মার, থিয়েটার পরিচালক এবং নাট্যকারদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি সংগঠন। ১৯৫৯ সালে তিনি কানাডিয়ান থ্রিলার ‘দ্য ব্লাডি ব্রুড’-এর মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। যেখানে তিনি তার ছোট ভাইয়ের হত্যার তদন্তকারী একজন সাধারণ ব্যক্তির চরিত্রে অভিনয় করেন।

চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হওয়ার সাথে সাথে, তিনি একাধিক টিভি অনুষ্ঠানেও উপস্থিত হতে শুরু করেন। ১৯৬০-১৯৬২ সাল পর্যন্ত, তিনি সিবিএস রহস্য সিরিজ ‘চেকমেট’-এ ক্রিস ডেভলিনের চরিত্রে অভিনয় করেন। ১৯৬৩-১৯৬৫ সাল পর্যন্ত তিনি ‘জেনারেল হাসপাতাল’-এ ডক্টর কেন মার্টিনের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তার অভিনয়ের তালিকায় আছে ‘দ্য এজ অফ নাইট’, ‘দ্য ডক্টরস’, ‘আদার ওয়ার্ল্ড’, ‘অল মাই চিলড্রেন’, ‘সার্চ ফর টুমরো’, ‘গাইডিং লাইট’, ‘লাভিং’, ‘ওয়ান লাইফ টু লিভ’, ‘জেনারেশনস’।

সূত্র: ভ্যারাইটি