সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
বাবা চিত্রনায়ক জসীমের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী এ কে রাতুল। ২৮ জুলাই সকাল ৮ টা ৩০ মিনিটে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে ২৭ জুলাই, বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
মাত্র ৩৬ বছর বয়সে ‘ওন্ড’ ব্যান্ডের এই ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিকভাবে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয়। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ বাসায় নেওয়া হয়।
বলা প্রয়োজন, ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে প্রকাশিত হয়েছে ইপি ‘এইটিন’। রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেছেন। তিনি অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’-এর সাউন্ডের কাজ করেছেন। এছাড়াও ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও কাজ করেছেন।
এই সংগীতশিল্পীর অকাল প্রয়াণে সাধারণ মানুষ থেকে শুরু করে সংগীতাঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন। এত অল্প বয়সে এমন সম্ভাবনাময় একজন শিল্পীর মৃত্যু সবাইকে ব্যাথাতুর করে তুলেছে।