, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড় গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম এবার শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ। শহীদুল আলমদের বহনকারী জাহাজ আ’টকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা সাংবাদিক ইলিয়াস : এনসিপি বলে এদেশে কিছু থাকবে না নিজেদের নির্দেশনা মানছে সরকার? উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর ও প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। মৃত্যুর দুইদিন পার, দাফন নিয়ে সরকার-পরিবারের দ্বন্দ্বে হাসপাতালেই তোফায়েল আহমেদের মরদেহ। খুলনায় ঘুমন্ত যুবককে গু’লি করে হ’ত্যা। ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি।
নোটিশ :
মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড় গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম এবার শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ। শহীদুল আলমদের বহনকারী জাহাজ আ’টকের তথ্য জানাল ফ্রিডম ফ্লোটিলা সাংবাদিক ইলিয়াস : এনসিপি বলে এদেশে কিছু থাকবে না নিজেদের নির্দেশনা মানছে সরকার? উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর ও প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা। মৃত্যুর দুইদিন পার, দাফন নিয়ে সরকার-পরিবারের দ্বন্দ্বে হাসপাতালেই তোফায়েল আহমেদের মরদেহ। খুলনায় ঘুমন্ত যুবককে গু’লি করে হ’ত্যা। ৫ আগস্ট হাসিনার কয়েক হাজার কল রেকর্ড মুছে ফেলে এনটিএমসি।

কেন্দ্রে এসে জানালেন করোনায় আক্রান্ত, বিশেষ ব্যবস্থায় নেওয়া হলো পরীক্ষা

  • SURMA TV 24
  • Update Time : ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১৪৪১ Time View

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

কুমিল্লায় করোনায় আক্রান্ত এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা শুরুর প্রথম দিন কেন্দ্রে এসে ওই শিক্ষার্থী ও পরিবার জানান আক্রান্তের কথা। এরপর বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলায় এক কেন্দ্রে ওই শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। যাতে অন্য কারও মাঝে সংক্রমণ না ছড়ায় তাই বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হয়।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক বলেন, ‌‘করোনায় আক্রান্ত পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এখানে আলাদা পরিদর্শকও রয়েছেন। আমরা আক্রান্ত পরীক্ষার্থীকে সবার পরে কেন্দ্রে প্রবেশ করিয়েছি এবং সবার পরে কেন্দ্র থেকে বের করেছি।’

তিনি বলেন, ‘আমাদের আগে জানানো হয়নি ওই শিক্ষার্থী আক্রান্ত। সকালে কেন্দ্রের সামনে এসে সে ও তার পরিবার জানিয়েছে কয়েকদিন আগে করোনা শনাক্ত হয়। এ অবস্থায় তাৎক্ষণিক আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। সামনে একইভাবে পরীক্ষা নেওয়া হবে।’

পরিবার জানিয়েছে, গত ১৫ জুন করোনা পরীক্ষা করিয়েছিলেন ওই শিক্ষার্থী। ২২ জুন করোনা পজিটিভ রিপোর্ট পান। এজন্য আগে থেকে কাউকে বিষয়টি জানানো সম্ভব হয়নি।

এদিকে, বৃহস্পতিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, ‘কেন্দ্রের নিরাপত্তা, অনিয়ম প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি মানিয়ে চলতে প্রশাসন সর্বোচ্চ কঠোর আছে।’

একই কলেজে কেন্দ্র পরিদর্শনে এসে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, ‘গত এসএসসি পরীক্ষার অভিজ্ঞতার পর্যালোচনায় এই এইচএসসি পরীক্ষায় নকল প্রতিরোধে শিক্ষার্থী এবং কেন্দ্র তত্ত্বাবধায়কদের প্রতি আগে থেকেই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নকলের মতো অনিয়ম রোধে এবার কুমিল্লা বোর্ডে বাদ দেওয়া হয়েছে নিজস্ব ভেনু সেন্টারও। নকলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে শিক্ষার্থী ছাড়াও কেন্দ্র তত্ত্বাবধায়ক ও পরিদর্শকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। যারা পরিদর্শক তাদের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের জন্য। তারা যদি দায়িত্বে অবহেলা করেন তাদের বিরুদ্ধেও বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঝরে পড়লো ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার সকাল ১০টায় ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়। এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৯২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ এক হাজার ৭৫০ শিক্ষার্থী। তবে বোর্ডে ঝরে পড়েছে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আছে ছয়টি জেলা- কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের এক লাখ ২৭ হাজার ১৯০ জন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ২৫ হাজার ৪৪০ জন।

মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড়

কেন্দ্রে এসে জানালেন করোনায় আক্রান্ত, বিশেষ ব্যবস্থায় নেওয়া হলো পরীক্ষা

Update Time : ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:

কুমিল্লায় করোনায় আক্রান্ত এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা শুরুর প্রথম দিন কেন্দ্রে এসে ওই শিক্ষার্থী ও পরিবার জানান আক্রান্তের কথা। এরপর বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলায় এক কেন্দ্রে ওই শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। যাতে অন্য কারও মাঝে সংক্রমণ না ছড়ায় তাই বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হয়।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক বলেন, ‌‘করোনায় আক্রান্ত পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এখানে আলাদা পরিদর্শকও রয়েছেন। আমরা আক্রান্ত পরীক্ষার্থীকে সবার পরে কেন্দ্রে প্রবেশ করিয়েছি এবং সবার পরে কেন্দ্র থেকে বের করেছি।’

তিনি বলেন, ‘আমাদের আগে জানানো হয়নি ওই শিক্ষার্থী আক্রান্ত। সকালে কেন্দ্রের সামনে এসে সে ও তার পরিবার জানিয়েছে কয়েকদিন আগে করোনা শনাক্ত হয়। এ অবস্থায় তাৎক্ষণিক আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। সামনে একইভাবে পরীক্ষা নেওয়া হবে।’

পরিবার জানিয়েছে, গত ১৫ জুন করোনা পরীক্ষা করিয়েছিলেন ওই শিক্ষার্থী। ২২ জুন করোনা পজিটিভ রিপোর্ট পান। এজন্য আগে থেকে কাউকে বিষয়টি জানানো সম্ভব হয়নি।

এদিকে, বৃহস্পতিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, ‘কেন্দ্রের নিরাপত্তা, অনিয়ম প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি মানিয়ে চলতে প্রশাসন সর্বোচ্চ কঠোর আছে।’

একই কলেজে কেন্দ্র পরিদর্শনে এসে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, ‘গত এসএসসি পরীক্ষার অভিজ্ঞতার পর্যালোচনায় এই এইচএসসি পরীক্ষায় নকল প্রতিরোধে শিক্ষার্থী এবং কেন্দ্র তত্ত্বাবধায়কদের প্রতি আগে থেকেই কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নকলের মতো অনিয়ম রোধে এবার কুমিল্লা বোর্ডে বাদ দেওয়া হয়েছে নিজস্ব ভেনু সেন্টারও। নকলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে শিক্ষার্থী ছাড়াও কেন্দ্র তত্ত্বাবধায়ক ও পরিদর্শকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। যারা পরিদর্শক তাদের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের জন্য। তারা যদি দায়িত্বে অবহেলা করেন তাদের বিরুদ্ধেও বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঝরে পড়লো ২৫ হাজারের বেশি শিক্ষার্থী

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার সকাল ১০টায় ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়। এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৯২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ এক হাজার ৭৫০ শিক্ষার্থী। তবে বোর্ডে ঝরে পড়েছে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আছে ছয়টি জেলা- কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের এক লাখ ২৭ হাজার ১৯০ জন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করলেও শেষ পর্যন্ত পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ২৫ হাজার ৪৪০ জন।