, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন নরকিয়া

  • SURMA TV 24
  • Update Time : ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১৩৯৪ Time View

ইনজুরির সঙ্গে দারুণ সখ্য আনরিখ নরকিয়ার। বিশেষ করে বড় কোনো টুর্নামেন্ট এলে তো কথাই নেই। ইনজুরির কারণে একের পর এক বিশ্বকাপ মিস করেছেন এই প্রোটিয়া ফাস্ট বোলার। এবার অতিপরিচিত সেই শত্রুর জন্য মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ও জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না নরকিয়ার। এমনকি কবে নাগাদ মাঠে ফিরবেন তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ইনজুরির কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনরিখ নরকিয়া। ‘স্ট্রেস রিয়্যাকশন’ নামের চোটে ভুগছেন ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার। যে কারণে চলমান এমএলসি’তে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের (এলএকেআর) হয়ে খেলার কথা থাকলেও খেলতে পারছেন না তিনি। একই কারণে আগামী মাসে হারারেতে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের জন্যও তাকে বিবেচনা করেনি প্রোটিয়ারা।

এবারের ইনজুরি নরকিয়ার একের পর এক ধাক্কার সবশেষ সংযোজন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার প্রোটিয়াদের হয়ে খেলা এই ফাস্ট বোলার আর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই। মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগী হতে নিজেকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন এই ৩১ বছর বয়সী, যে কারণে টেস্ট ক্রিকেটে তাকে আর বিবেচনা করছে না প্রোটিয়ারা।

বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজ থেকে পায়ের আঙুল ভেঙে যাওয়ায় ছিটকে যান নরকিয়া। পরবর্তীতে পিঠের আরেক চোটের কারণে এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। এরপর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দলে যোগ দিতে ভারতে গেলেও সেখানে মাত্র দুইটি ম্যাচ খেলতে পেরেছেন।
আমরা স্বাভাবিকভাবেই চিন্তিত। আনরিখের ক্ষেত্রে এটা তার পিঠে দ্বিতীয় বা তৃতীয় স্ট্রেস রিয়্যাকশন। এখনোই মন্তব্য করাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং আমরা এই নামের ক্ষেত্রে সরাসরি দাঁড়ি টেনে দিতে পারি না। তার বয়স ৩১ এবং আমরা তাকে মাঠে ফেরার প্রতিটি সুযোগ দিতে চাই।’–তিনি যোগ করেন।

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকের পর ১৯টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি খেলেছেন নরকিয়া। সব মিলিয়ে ১৫৯টি উইকেট শিকার করেছেন তিনি।

Popular Post

অনির্দিষ্টকালের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন নরকিয়া

Update Time : ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

ইনজুরির সঙ্গে দারুণ সখ্য আনরিখ নরকিয়ার। বিশেষ করে বড় কোনো টুর্নামেন্ট এলে তো কথাই নেই। ইনজুরির কারণে একের পর এক বিশ্বকাপ মিস করেছেন এই প্রোটিয়া ফাস্ট বোলার। এবার অতিপরিচিত সেই শত্রুর জন্য মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ও জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না নরকিয়ার। এমনকি কবে নাগাদ মাঠে ফিরবেন তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ইনজুরির কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনরিখ নরকিয়া। ‘স্ট্রেস রিয়্যাকশন’ নামের চোটে ভুগছেন ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার। যে কারণে চলমান এমএলসি’তে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের (এলএকেআর) হয়ে খেলার কথা থাকলেও খেলতে পারছেন না তিনি। একই কারণে আগামী মাসে হারারেতে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের জন্যও তাকে বিবেচনা করেনি প্রোটিয়ারা।

এবারের ইনজুরি নরকিয়ার একের পর এক ধাক্কার সবশেষ সংযোজন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার প্রোটিয়াদের হয়ে খেলা এই ফাস্ট বোলার আর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই। মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগী হতে নিজেকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন এই ৩১ বছর বয়সী, যে কারণে টেস্ট ক্রিকেটে তাকে আর বিবেচনা করছে না প্রোটিয়ারা।

বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজ থেকে পায়ের আঙুল ভেঙে যাওয়ায় ছিটকে যান নরকিয়া। পরবর্তীতে পিঠের আরেক চোটের কারণে এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। এরপর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দলে যোগ দিতে ভারতে গেলেও সেখানে মাত্র দুইটি ম্যাচ খেলতে পেরেছেন।
আমরা স্বাভাবিকভাবেই চিন্তিত। আনরিখের ক্ষেত্রে এটা তার পিঠে দ্বিতীয় বা তৃতীয় স্ট্রেস রিয়্যাকশন। এখনোই মন্তব্য করাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং আমরা এই নামের ক্ষেত্রে সরাসরি দাঁড়ি টেনে দিতে পারি না। তার বয়স ৩১ এবং আমরা তাকে মাঠে ফেরার প্রতিটি সুযোগ দিতে চাই।’–তিনি যোগ করেন।

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকের পর ১৯টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি খেলেছেন নরকিয়া। সব মিলিয়ে ১৫৯টি উইকেট শিকার করেছেন তিনি।