, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৪০০ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে শ্রীলঙ্কা

  • SURMA TV 24
  • Update Time : ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৩৯০ Time View

আগের দিন-ই লিড তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। এবার সে লিড আরও বড় করার পথে তারা। কলম্বো টেস্টের তৃতীয় দিনে স্কোরকার্ডে ৪০১ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেল স্বাগতিকরা।
শুক্রবার (২৭ জুন) প্রথম সেশনে ১১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ২ উইকেটের বিনিময়ে ২৯০ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা।

১৪৬ রানে অপরাজিত থেকে মাঠে নামা পাথুম নিশাঙ্কা অবশ্য তৃতীয় দিনে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। এদিন ১২ রান করে তাইজুল ইসলামের শিকার হন এ ওপেনার। ২৫৪ বলে ১৯ চারের মারে ১৫৮ রানে থামে তার ইনিংস। এর কিছুক্ষণ পর ধনাঞ্জয়া ডি সিলভাকেও সাজঘরের পথ দেখান তাইজুল। ১০ বলে ৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন লঙ্কান অধিনায়ক। আর আগের দিন নাইট ওয়াচম্যান হিসেবে ক্রিজে নামা প্রবাত জয়াসুরিয়াকে আউট করেন নাহিদ রানা। ৩৯ বলে ১০ রান করেন প্রবাত।

পরপর ৩ উইকেট হারানো শ্রীলঙ্কা, কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিসের ব্যাটে ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে তোলে। তবে তাদের জুটিকে ৫০ পেরোতে দেননি নাঈম হাসান। ৪১ বলে ৩৩ রান করা কামিন্দুকে বোল্ড করেন নাঈম। সোনাল দিনুশাকে নিয়ে আপাতত লঙ্কানদের লিড বড় করার দায়িত্বটা পালন করছেন কুশল।
আগের দিন ১৫৩ বলে ৯৩ রান করা দিনেশ চান্ডিমালকে নাঈম আর ৬৫ বলে ৪০ রান করা লাহিরুকে শিকার করেছিলেন তাইজুল।

কলম্বো টেস্টে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ২৪৭ রানে। কোনো ব্যাটারই ফিফটি হাঁকাতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন ওপেনার সাদমান ইসলাম। লঙ্কানদের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন অসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার লিড ১৫৪ রানের। মধ্যাহ্ন বিরতির পর দ্রুত স্বাগতিকদের উইকেট তুলতে না পারলে শঙ্কা বাড়বে টাইগারদের ইনিংস ব্যবধানে পরাজয়ের।

Popular Post

৪০০ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে শ্রীলঙ্কা

Update Time : ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

আগের দিন-ই লিড তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। এবার সে লিড আরও বড় করার পথে তারা। কলম্বো টেস্টের তৃতীয় দিনে স্কোরকার্ডে ৪০১ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেল স্বাগতিকরা।
শুক্রবার (২৭ জুন) প্রথম সেশনে ১১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ২ উইকেটের বিনিময়ে ২৯০ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা।

১৪৬ রানে অপরাজিত থেকে মাঠে নামা পাথুম নিশাঙ্কা অবশ্য তৃতীয় দিনে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। এদিন ১২ রান করে তাইজুল ইসলামের শিকার হন এ ওপেনার। ২৫৪ বলে ১৯ চারের মারে ১৫৮ রানে থামে তার ইনিংস। এর কিছুক্ষণ পর ধনাঞ্জয়া ডি সিলভাকেও সাজঘরের পথ দেখান তাইজুল। ১০ বলে ৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন লঙ্কান অধিনায়ক। আর আগের দিন নাইট ওয়াচম্যান হিসেবে ক্রিজে নামা প্রবাত জয়াসুরিয়াকে আউট করেন নাহিদ রানা। ৩৯ বলে ১০ রান করেন প্রবাত।

পরপর ৩ উইকেট হারানো শ্রীলঙ্কা, কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিসের ব্যাটে ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে তোলে। তবে তাদের জুটিকে ৫০ পেরোতে দেননি নাঈম হাসান। ৪১ বলে ৩৩ রান করা কামিন্দুকে বোল্ড করেন নাঈম। সোনাল দিনুশাকে নিয়ে আপাতত লঙ্কানদের লিড বড় করার দায়িত্বটা পালন করছেন কুশল।
আগের দিন ১৫৩ বলে ৯৩ রান করা দিনেশ চান্ডিমালকে নাঈম আর ৬৫ বলে ৪০ রান করা লাহিরুকে শিকার করেছিলেন তাইজুল।

কলম্বো টেস্টে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল ২৪৭ রানে। কোনো ব্যাটারই ফিফটি হাঁকাতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন ওপেনার সাদমান ইসলাম। লঙ্কানদের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন অসিথা ফার্নান্দো ও সোনাল দিনুশা।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার লিড ১৫৪ রানের। মধ্যাহ্ন বিরতির পর দ্রুত স্বাগতিকদের উইকেট তুলতে না পারলে শঙ্কা বাড়বে টাইগারদের ইনিংস ব্যবধানে পরাজয়ের।