, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় শতাধিক পাসপোর্ট সহ তিন বাংলাদেশী গ্রেফতার

  • SURMA TV 24
  • Update Time : ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১৩৭২ Time View

মালয়েশিয়ায় শতাধিক পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) বা ওয়ার্ক পারমিট নবায়ন করে এমন একটি অবৈধ সিন্ডিকেট চালাতেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
শনিবার (১২ জুলাই) অভিবাসন বিভাগের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।

প্রথমে কুয়ালালামপুরের জালান পুডু এলাকার একটি অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়। তিনজনেরই নির্মাণ খাতের বৈধ ভিসা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩০টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি ইন্দোনেশীয় পাসপোর্ট এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে একজন সিন্ডিকেটের মূল হোতা এবং অন্য দুইজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।

‘জাকির’ নামে এই সিন্ডিকেট প্রতিটি ওয়ার্ক পারমিট নবায়নের জন্য জনপ্রতি আড়াই হাজার রিঙ্গিত থেকে ৬ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত এবং প্রায় এক বছর ধরে কুয়ালালামপুরের আশেপাশে বিদেশি কর্মীদের লক্ষ্য করে এই কার্যক্রম চালাচ্ছিল। এই ঘটনায় আরও একজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য অভিবাসন অফিসে ডাকা হয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পাকিস্তানি, একটি ভিয়েতনামি, একটি মিয়ানমার, একটি বাংলাদেশি ও একটি শ্রীলঙ্কান পাসপোর্ট জব্দ করা হয়। এছাড়া ২৪টি মালয়েশিয়া পাস স্টিকার, যা নকল বলে সন্দেহ করা হচ্ছে এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

Popular Post

মালয়েশিয়ায় শতাধিক পাসপোর্ট সহ তিন বাংলাদেশী গ্রেফতার

Update Time : ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় শতাধিক পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) বা ওয়ার্ক পারমিট নবায়ন করে এমন একটি অবৈধ সিন্ডিকেট চালাতেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
শনিবার (১২ জুলাই) অভিবাসন বিভাগের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর গত বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুয়ালালামপুরের দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।

প্রথমে কুয়ালালামপুরের জালান পুডু এলাকার একটি অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়। তিনজনেরই নির্মাণ খাতের বৈধ ভিসা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩০টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি ইন্দোনেশীয় পাসপোর্ট এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে একজন সিন্ডিকেটের মূল হোতা এবং অন্য দুইজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।

‘জাকির’ নামে এই সিন্ডিকেট প্রতিটি ওয়ার্ক পারমিট নবায়নের জন্য জনপ্রতি আড়াই হাজার রিঙ্গিত থেকে ৬ হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করত এবং প্রায় এক বছর ধরে কুয়ালালামপুরের আশেপাশে বিদেশি কর্মীদের লক্ষ্য করে এই কার্যক্রম চালাচ্ছিল। এই ঘটনায় আরও একজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য অভিবাসন অফিসে ডাকা হয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি পাকিস্তানি, একটি ভিয়েতনামি, একটি মিয়ানমার, একটি বাংলাদেশি ও একটি শ্রীলঙ্কান পাসপোর্ট জব্দ করা হয়। এছাড়া ২৪টি মালয়েশিয়া পাস স্টিকার, যা নকল বলে সন্দেহ করা হচ্ছে এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।