সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
রাজধানী মিরপুর পল্লবী এলাকায় স্বপ্ন সুপার শপের জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরের মিরপুর সাড়ে ১১-এর কসমো স্কুলের পাশের ৬তলা ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, দুপুর ১টা ১৩ মিনিটে কসমো স্কুলের পাশে ৬তলা ভবনের নিচতলায় জেনারেটর রুমে আগুনের খবর পাওয়া যায়। পরে পল্লবী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ২টা ১৫ মিনিটে পুরো নির্বাপণ করা হয়।
তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয় তাৎক্ষণিক কোনও তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।