অনলাইন নিউজ ডেক্স : দুর্বার রাজশাহী মাঠের খেলায় সুবিধা করতে না পারলে একের পর এক অভিযোগে পেছনে ফেলে দিয়েছে বাকি ফ্র্যাঞ্চাইজিদের। বকেয়া পারিশ্রমিক আদায়ে খেলোয়াড়দের অনুশীলন বয়কট, ম্যাচের দুই ঘণ্টা আগে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্তের কারণে এর আগে সমালোচনায় পড়েছে দুর্বার রাজশাহী। ফের বকেয়া পারিশ্রমিক নিয়ে পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি এক খেলোয়াড় বকেয়া পারিশ্রমিকের ব্যাপারে বিসিবির কাছে অভিযোগ করেছেন।দুর্বার রাজশাহীর লঙ্কান রিক্রুট লাহিরু সামারাকুন এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে অর্থ না পাওয়ার বিষয়ে। দেশের একটি ইংরেজি গণমাধ্যম প্রথম এই অভিযোগের বিষয়টি সামনে আনে। পত্রিকাটি জানিয়েছে, স্মারাকুন হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিসিবির কর্মকর্তাদের কাছে তার বকেয়া পারিশ্রমিকের বিষয়ে অভিযোগ জানান।বিসিবি জানিয়েছে, তারা এরই মধ্যে বেশ কয়েকজন খেলোয়াড়ের কাছ থেকে একই ধরনের অভিযোগ পেয়েছে এবং গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। এবারের বিপিএলের অন্যতম দুর্বল দল মনে করা হচ্ছে দুর্বার রাজশাহীকে। নবাগত ফ্র্যাঞ্চাইজিটি ৯ ম্যাচের ৩টি জিতে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে।
সামারাকুন রাজশাহীর হয়ে এই মৌসুমে মাত্র একটি ম্যাচই খেলেছেন।চট্টগ্রাম পর্বেই দুর্বার রাজশাহীর বিপক্ষে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ প্রথমবার সামনে আসে। নির্ধারিত পারিশ্রমিকের ৫০ শতাংশ টুর্নামেন্ট শুরুর আগেই পরিশোধ করার নিয়ম থাকলেও তখন পর্যন্ত একটি টাকাও দেশি খেলোয়াড়রা পাননি বলে অভিযোগ জানা যায়। যে কারণে স্থানীয় খেলোয়াড়রা অনুশীলনও বয়কট করেছিল।
পরবর্তীতে বিসিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগে বকেয়া পারিশ্রমিকের ২৫ শতাংশ নগদ এবং আরও ২৫ শতাংশ চেকের মাধ্যমে প্রদান করে ফ্র্যাঞ্চাইজিটি।তবে সামারাকুনের দাবি, তিনিসহ বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় এখনও তাদের চুকতর অর্থ পাননি। জানা গেছে, সামারাকুনের সঙ্গে বিপিএলের জন্য ১৫ হাজার মার্কিন ডলারের চুক্তি করেছিল রাজশাহী।
প্রকাশ : ২১/১/২০২৫/সুরমা টিভি ২৪/ইয়াসমিন