, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে সকলের নজর কেড়েছে ধান দিয়ে বানানো ২১ ফুটের সরস্বতী

  • SURMA TV 24
  • Update Time : ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৩৭ Time View


অনলাইন নিউজ ডেস্ক:

ধান দিয়ে বানানো হয়েছে ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা। এতে লেগেছে প্রায় ৫০ কেজি ধান। ব্যতিক্রমী এই প্রতিমা বানাতে সময় লেগেছে প্রায় ৩০ দিন। ধান দিয়ে বানানো এত বড় প্রতিমা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা।

আজ মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লালবাগ গোসাইবাড়ি সড়কে লালবাগ যুব কিশোর সংঘের পূজামণ্ডপে এই প্রতিমায় সরস্বতীপূজা হয়।

প্রতিমাটি তৈরি করেছেন মৃৎশিল্পী উদয় পাল ও গৌর পাল। উদয় পাল বলেন, ‘শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করেছি। প্রায় ৫০ কেজি ধান, খড়, গাম, ইত্যাদি দিয়ে এই প্রতিমা বানিয়েছি। টানা এক মাস আমরা কাজ করে প্রতিমাটি বানাতে পেরেছি। প্রতিমাটি পুরোপুরি তৈরি হওয়ার আগে থেকেই লোকজন দেখতে আসতেন। মানুষের প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে।’

মণ্ডপে আসা অনির্বাণ সেনগুপ্ত বলেন, এ বছর শ্রীমঙ্গলের সবচেয়ে উঁচু ও ব্যতিক্রমী প্রতিমা এটি। শিল্পী খুব সুন্দর করে প্রতিমাটি তৈরি করেছেন। এর আগে ধান দিয়ে এ ধরনের প্রতিমা শ্রীমঙ্গলে হয়নি। সোনালি রঙের ধান দিয়ে তৈরি প্রতিমাটি দেখে মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো। ছোট ছোট ধান বসানো হয়েছে পুঁতির মতো।

লালবাগ যুব কিশোর সংঘের সভাপতি কৌশিক দত্ত বলেন, ‘আমাদের সংঘের এ বছর ২৫তম আয়োজন। ২৫তম আয়োজনটি স্মরণীয় করে তুলতে আমরা প্রায় ৬ মাস আগে থেকে ব্যতিক্রম কিছু করার পরিকল্পনা করেছিলাম। কমিটির সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, এ বছর আমরা ধানের প্রতিমা তৈরি করব। সেটা দেখতেও যেন অনেক উচ্চতার হয়। বিষয়টি নিয়ে আমরা প্রতিমাশিল্পীদের সঙ্গে কথা বলি। প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে এই প্রতিমা তৈরিতে।’

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাশ বলেন, শ্রীমঙ্গল উপজেলায় তিন শতাধিক মণ্ডপে সরস্বতীপূজার আয়োজন করা হয়েছে।

তথ্যসূত্র: সংগৃহীত

শ্রীমঙ্গলে সকলের নজর কেড়েছে ধান দিয়ে বানানো ২১ ফুটের সরস্বতী

Update Time : ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫


অনলাইন নিউজ ডেস্ক:

ধান দিয়ে বানানো হয়েছে ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা। এতে লেগেছে প্রায় ৫০ কেজি ধান। ব্যতিক্রমী এই প্রতিমা বানাতে সময় লেগেছে প্রায় ৩০ দিন। ধান দিয়ে বানানো এত বড় প্রতিমা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা।

আজ মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লালবাগ গোসাইবাড়ি সড়কে লালবাগ যুব কিশোর সংঘের পূজামণ্ডপে এই প্রতিমায় সরস্বতীপূজা হয়।

প্রতিমাটি তৈরি করেছেন মৃৎশিল্পী উদয় পাল ও গৌর পাল। উদয় পাল বলেন, ‘শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করেছি। প্রায় ৫০ কেজি ধান, খড়, গাম, ইত্যাদি দিয়ে এই প্রতিমা বানিয়েছি। টানা এক মাস আমরা কাজ করে প্রতিমাটি বানাতে পেরেছি। প্রতিমাটি পুরোপুরি তৈরি হওয়ার আগে থেকেই লোকজন দেখতে আসতেন। মানুষের প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে।’

মণ্ডপে আসা অনির্বাণ সেনগুপ্ত বলেন, এ বছর শ্রীমঙ্গলের সবচেয়ে উঁচু ও ব্যতিক্রমী প্রতিমা এটি। শিল্পী খুব সুন্দর করে প্রতিমাটি তৈরি করেছেন। এর আগে ধান দিয়ে এ ধরনের প্রতিমা শ্রীমঙ্গলে হয়নি। সোনালি রঙের ধান দিয়ে তৈরি প্রতিমাটি দেখে মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো। ছোট ছোট ধান বসানো হয়েছে পুঁতির মতো।

লালবাগ যুব কিশোর সংঘের সভাপতি কৌশিক দত্ত বলেন, ‘আমাদের সংঘের এ বছর ২৫তম আয়োজন। ২৫তম আয়োজনটি স্মরণীয় করে তুলতে আমরা প্রায় ৬ মাস আগে থেকে ব্যতিক্রম কিছু করার পরিকল্পনা করেছিলাম। কমিটির সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, এ বছর আমরা ধানের প্রতিমা তৈরি করব। সেটা দেখতেও যেন অনেক উচ্চতার হয়। বিষয়টি নিয়ে আমরা প্রতিমাশিল্পীদের সঙ্গে কথা বলি। প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে এই প্রতিমা তৈরিতে।’

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাশ বলেন, শ্রীমঙ্গল উপজেলায় তিন শতাধিক মণ্ডপে সরস্বতীপূজার আয়োজন করা হয়েছে।

তথ্যসূত্র: সংগৃহীত