অনলাইন নিউজ ডেস্ক:
২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি ঈদে বিশেষ পরিবহন সেবা চালু করারও দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে এসব দাবি জানানো হয়।
সমাবেশে ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধ, ঈদে বিশেষ পরিবহন সেবা চালু ও ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবি জানান সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, আজ ১৭ রোজা, সামনে ঈদুল ফিতর। ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার কথা বলেছে সরকার। অতীত অভিজ্ঞতার কারণে এবারও ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিচ্ছে। মিরপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শ্রমিক অঞ্চলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। শ্রমিকরা নানা মামলার শিকার হচ্ছে। মজুরি-বোনাস না দিয়ে উল্টো শ্রমিকদের ছাঁটাই করা বা কারখানা বন্ধ করা হচ্ছে। ঈদের সময় অন্যায়ভাবে শ্রমিকদের ছাঁটাই নির্যাতন বন্ধ করারও আহ্বান জানান তারা।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নেতারা আরও বলেন, শ্রমিকরা যাতে ছুটির প্রস্তুতি নিতে পারে সে জন্য ২০ রোজার মধ্যে শ্রমিকদের পূর্ণ বোনাস ও ঈদের ছুটির আগে চলতি মাসের পূর্ণ বেতন ও অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে। তা না হলে, শ্রমিকদের ঈদ আনন্দ বিষাদে পরিণত হবে। সরকারকে ভাড়া বৃদ্ধির সিন্ডিকেট প্রতিরোধ করে ঈদ উপলক্ষে বিশেষ পরিবহন সেবা চালু করার দাবিও জানান তারা।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রবীর সাহার সঞ্চালনা ও কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী, সহ-সভাপ্রধান অঞ্জন দাস, দফতর সম্পাদক আসাদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিনসহ কেন্দ্রীয় ও শাখার নেতারা।
১৮/৩/২০২৫/ সুরমা টিভি / শামীমা