মে দিবসের ভাবনা
শামীমা নাসরীন
ঘর্মাক্ত পৃথিবীর পৃষ্ঠদেশ বেয়ে নেমে আসে অনাদিকাল হতে বয়ে চলা অবিরাম লোনা বৃষ্টির ধারা;
কান পাতলেই যেথায় ভেসে আসে শ্রমিকের দীর্ঘশ্বাসের আওয়াজ পাগলপারা….
ন্যায্য অধিকার নেই, শ্রমিকের সঠিক মজুরি নেই, নেই এতো টুকু জীবনের নিরাপত্তা…
দিনপঞ্জিকা খামচে আবার কেউ শ্রমিকের মৃত্যুর হিসেব মিলিয়ে করছে কতো জনসভা….
মহান মে দিবসের তাৎপর্য ভুলে প্রতি বছর পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস;
বাস্তবায়ন নেই শ্রমিক অধিকার আইনের, তাই হৃদয় ভাঙছে ক্রমশ…
আমি নির্বাক,আমি বাকরুদ্ধ এই বিশেষ দিবসের শ্রমিক প্রীতি দেখে!
বছরের বাকি দিনগুলোয় কীভাবে আনন্দে ছিলে তবে শ্রমিকদের অসন্তোষে রেখে!
অধিকারের প্রশ্নে শ্রমিককে এখনো যেথায় দিতে হচ্ছে পৈতৃক জীবনটাই বিসর্জন ,
সেখানে সভ্য সুশীল সমাজের গোল টেবিল বৈঠকে ‘টক শো’র আছে কতোটুকু প্রয়োজন!
দৃষ্টিতে ভেসে ওঠে সীতাকুণ্ড শিপিং ব্রেকিং ইয়ার্ড; সাভারের রানা প্লাজা ও স্পেকট্রাম গার্মেন্টসের মতো অসংখ্য মৃত্যু কূপের ছবি!
প্রতিবাদী হয়ে আজ চলো গেয়ে উঠি সবাই , – “নাম তার ছিল জন হেনরি!”
১/৫/২০১৯/ইং
সময়: রাত ১০টা
বনশ্রী, ঢাকা।