, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নতুন বছরের শুরুতে তাসকিনের রেকর্ডের পর এনামুল–বার্লের সেঞ্চুরি–জুটি

  • SURMA TV 24
  • Update Time : ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৪৬৮ Time View

অনলাইন নিউজ ডেস্ক :২০২৪ সালটা তাসকিন আহমেদেরই। সদ্য শেষ হওয়া বছরের তৃতীয় সর্বোচ্চ (৬৩) উইকেটের মালিক এই পেসার। নতুন বছরের শুরুটা করলেন আরও দুর্দান্তভাবে। বছরে প্রথমবার মাঠে নেমে নিলেন ৭ উইকেট। যা বিপিএল তো বটেই, ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসেই সেরা বোলিং।তাসকিনের রেকর্ড গড়া ম্যাচে জিতেছে তাঁর দল দুর্বার রাজশাহীও। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে অধিনায়ক এনামুল হক ও রায়ান বার্লের ফিফটিতে ১২ বল আর ৭ উইকেট হাতে রেখেই টপকে গেছে দলটি। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়।রাজশাহীর শুরুটা অবশ্য ভালো ছিল না। ৩১ রানের মধ্যে দলটি হারায় ২ উইকেট, এর মধ্যে একটি পাকিস্তানের মোহাম্মদ হারিসের, অন্যটি জিশান আলমের। হারিস করেন ৫ বলে ১২, জিশান দ্বিতীয়বারের মতো ফেরেন শূন্যতে।এরপর ইয়াসির আলিকে নিয়ে ৩৩ বলে ৪২ রানের জুটি গড়েন এনামুল। যে জুটি রাজশাহীকে রান তাড়ায় কক্ষপথে রাখে। তবে রাজশাহীর জয় নিশ্চিত হয় বার্লের সঙ্গে এনামুলের ৫৬ বলে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে।গত ম্যাচে ফিফটি করা এনামুল এই ম্যাচেও খেলেছেন অপরাজিত ৭৩ রানের ইনিংস। রাজশাহী অধিনায়ক ফিফটি পেয়েছেন ৩৫ বলে। জিম্বাবুয়ের অলরাউন্ডার বার্ল ফিফটি করেছেন ৩১ বলে। অপরাজিত ছিলেন ৩৩ বলে ৫৫ রানে।বল হাতে ভালো শুরু আর বড় লক্ষ্য দিয়েও ঢাকা ম্যাচ হাত ফসকেছে ভালো বোলারের অভাবে। মিডল ওভারে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন খেলোয়াড় শুবম রঞ্জন, স্পিনার নাজমুল ইসলামেরা সবাই ছিলেন খরুচে। এনামুল দারুণ করলেও ব্যাট হাতে আজ শূন্যতে ফিরেছেন বাংলাদেশের আরেক ওপেনার লিটন দাস।ঢাকার এই ব্যাটসম্যান তাসকিনের বাউন্সারে উইকেট দিয়ে এসেছেন ম্যাচের দ্বিতীয় ওভারেই। তাসকিন নিজের করা পরের ওভারেই আউট করেন আরেক জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে।

প্রকাশ: ২রা জানুয়ারি ২০২৫ /সুরমা টিভি ২৪/শামীমা

নতুন বছরের শুরুতে তাসকিনের রেকর্ডের পর এনামুল–বার্লের সেঞ্চুরি–জুটি

Update Time : ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

অনলাইন নিউজ ডেস্ক :২০২৪ সালটা তাসকিন আহমেদেরই। সদ্য শেষ হওয়া বছরের তৃতীয় সর্বোচ্চ (৬৩) উইকেটের মালিক এই পেসার। নতুন বছরের শুরুটা করলেন আরও দুর্দান্তভাবে। বছরে প্রথমবার মাঠে নেমে নিলেন ৭ উইকেট। যা বিপিএল তো বটেই, ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসেই সেরা বোলিং।তাসকিনের রেকর্ড গড়া ম্যাচে জিতেছে তাঁর দল দুর্বার রাজশাহীও। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে অধিনায়ক এনামুল হক ও রায়ান বার্লের ফিফটিতে ১২ বল আর ৭ উইকেট হাতে রেখেই টপকে গেছে দলটি। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়।রাজশাহীর শুরুটা অবশ্য ভালো ছিল না। ৩১ রানের মধ্যে দলটি হারায় ২ উইকেট, এর মধ্যে একটি পাকিস্তানের মোহাম্মদ হারিসের, অন্যটি জিশান আলমের। হারিস করেন ৫ বলে ১২, জিশান দ্বিতীয়বারের মতো ফেরেন শূন্যতে।এরপর ইয়াসির আলিকে নিয়ে ৩৩ বলে ৪২ রানের জুটি গড়েন এনামুল। যে জুটি রাজশাহীকে রান তাড়ায় কক্ষপথে রাখে। তবে রাজশাহীর জয় নিশ্চিত হয় বার্লের সঙ্গে এনামুলের ৫৬ বলে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে।গত ম্যাচে ফিফটি করা এনামুল এই ম্যাচেও খেলেছেন অপরাজিত ৭৩ রানের ইনিংস। রাজশাহী অধিনায়ক ফিফটি পেয়েছেন ৩৫ বলে। জিম্বাবুয়ের অলরাউন্ডার বার্ল ফিফটি করেছেন ৩১ বলে। অপরাজিত ছিলেন ৩৩ বলে ৫৫ রানে।বল হাতে ভালো শুরু আর বড় লক্ষ্য দিয়েও ঢাকা ম্যাচ হাত ফসকেছে ভালো বোলারের অভাবে। মিডল ওভারে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন খেলোয়াড় শুবম রঞ্জন, স্পিনার নাজমুল ইসলামেরা সবাই ছিলেন খরুচে। এনামুল দারুণ করলেও ব্যাট হাতে আজ শূন্যতে ফিরেছেন বাংলাদেশের আরেক ওপেনার লিটন দাস।ঢাকার এই ব্যাটসম্যান তাসকিনের বাউন্সারে উইকেট দিয়ে এসেছেন ম্যাচের দ্বিতীয় ওভারেই। তাসকিন নিজের করা পরের ওভারেই আউট করেন আরেক জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে।

প্রকাশ: ২রা জানুয়ারি ২০২৫ /সুরমা টিভি ২৪/শামীমা