স্বপ্নগুলো ফেরার -কবি ফারুক জাহাঙ্গীর
অবেলার সফেন সমুদ্রস্রোতে ভেসে যায়
- জীবনের কিছু অলৌকিক প্রেম
আলো হাতে ভালোবাসা দুয়ারে দাঁড়ায়
অস্পর্শ্যি স্বপ্ন ছোঁয়ার হিরন্ময় অপেক্ষায়।
কখনো তা ছুঁয়ে যায় মগ্ন মায়াবী প্রহর
কখনো হয় না ছোঁয়া বাসনা বিলাসী হিয়া
তবুও জীবন এগিয়ে যায় আপন মহিমায়
জীবন! সেতো কারো জন্য থেমে থাকে না।
কিছু মায়াবী আলোর ঝলক সৃষ্টির উল্লাসে
দৃষ্টিতে জাগায় কদাচিৎ বিভ্রম,
নেশাতুর মন তখনও ছন্দ খুঁজে হয়রান
নীল সবুজ হরিদ্রার লৌকিক মায়ায়।
আচমকা বিষুব রেখায় কি যেন কী ঘটে যায়
ভেতরে শুরু হয় তুমুল আলোড়ন
সৌরচুল্লীতে অপার্থিব আলোর বিস্ফোরণ
লালিত ভালোবাসা অত:পর পালিয়ে বেড়ায়।
অবশেষে এবেলায় বিপন্ন দুপুরের ছবিঘর
নিভেছে অকাল ঝড়ে বাসন্তী স্বপ্নের বাতিঘর
তবুও কেউ নতুন করে স্বপ্ন বুনে নতুন ছলে
সিঁড়ির পরে সিঁড়ি গেঁথে স্বপ্ন বুনে অকাতরে।
এক আলাভোলা থমকে যায় সাঁঝের মায়ায়
আজ মনের মাঝে ঝড় তোলে না একলা প্রহর
ইচ্ছেগুলো যাচ্ছে মরে, স্বপ্নরা সব ফেরার
মন মাঝিটা ক্লান্ত যখন থামতে হবে এবার।
স্বপ্নগুলো ফেরার- থামতে হবে এবার
।
প্রকাশ : ২/৫/২০২৫/সুরমা টিভি/ শামীমা