গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন)।
গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইলকে একচেটিয়া সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরাইলের হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রায় ৯ হাজার ৫০০ কোটি ডলারের সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। অমানবিক আগ্রাসনে বাইডনের অন্ধ সমর্থনের বিরুদ্ধে নানা সমালোচনার জন্ম হয়। এবার সেই সমালোচনার পালে হাওয়া দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে মার্কিন বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ বা ডিএডব্লিউএন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বিরুদ্ধে গাজা যুদ্ধে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনে সাই দেয়ার অভিযোগ করেছে সংস্থাটি। বেসরকারি এই সংস্থা গত মাসে (১৯ জানুয়ারি) আইসিসির প্রসিকিউটর করিম খান-এর কাছে তাদের আবেদন দাখিল করে। ডিএডব্লিউএনের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন ও তার শীর্ষ কর্মকর্তারা সামরিক, রাজনৈতিক ও জনসমর্থন দিয়ে গাজায় ইসরাইলের অপরাধকে সমর্থন দিয়েছেন। ফিলিস্তিনের হাসপাতাল, স্কুল ও বাড়িগুলোতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বোমা দিয়ে হামলা করা হয়েছে। এর আগে গত বছর করিম খানই ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিশ্চিত করেছিলেন। নেতানিয়াহুর বিরুদ্ধে রায় দেয়ায় আইসিসি ও প্রসিকিউটর খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। বাইডেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের মধ্যেই ইসরাইলকে সমর্থনের পথ আরও সহজ করলো নতুন মার্কিন প্রশাসন। বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম-২০ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ইসরাইলের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনে অভিযুক্ত দেশগুলো কোনো শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা পাবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। এই পরিবর্তনের ফলে ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। আরও সময় সংবাদআইসিসির পরোয়ানা সত্ত্বেও নেতানিয়াহুকে জার্মানি সফরের আমন্ত্রণ ম্যার্ৎসেরআন্তর্জাতিক২ দিন আগেআইসিসির পরোয়ানা সত্ত্বেও নেতানিয়াহুকে জার্মানি সফরের আমন্ত্রণ ম্যার্ৎসেরবাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্পআন্তর্জাতিক৮ ফেব্রুয়ারি ২০২৫বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্পএবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্পআন্তর্জাতিক৭ ফেব্রুয়ারি ২০২৫এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্পতালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসিতে গ্রেফতারি পরোয়ানার আবেদনে আফগানিস্তানের প্রতিক্রিয়াআন্তর্জাতিক২৬ জানুয়ারি ২০২৫তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসিতে গ্রেফতারি পরোয়ানার আবেদনে আফগানিস্তানের প্রতিক্রিয়া
ডিএডব্লিউএনের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন ও তার শীর্ষ কর্মকর্তারা সামরিক, রাজনৈতিক ও জনসমর্থন দিয়ে গাজায় ইসরাইলের অপরাধকে সমর্থন দিয়েছেন। ফিলিস্তিনের হাসপাতাল, স্কুল ও বাড়িগুলোতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বোমা দিয়ে হামলা করা হয়েছে। এর আগে গত বছর করিম খানই ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিশ্চিত করেছিলেন। নেতানিয়াহুর বিরুদ্ধে রায় দেয়ায় আইসিসি ও প্রসিকিউটর খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।
বাইডেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের মধ্যেই ইসরাইলকে সমর্থনের পথ আরও সহজ করলো নতুন মার্কিন প্রশাসন। বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম-২০ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ইসরাইলের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনে অভিযুক্ত দেশগুলো কোনো শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা পাবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। এই পরিবর্তনের ফলে ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন।
২৭/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।