, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চীন সফরে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

  • SURMA TV 24
  • Update Time : ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ১৩৮৫ Time View

চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবারই (২৩ এপ্রিল) শুরু হবে তার এই সফর। মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অভিন্ন উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।

গুও আরও বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর করার জন্য এই সফরের তাৎপর্য অনেক বেশি বলে মনে করা হচ্ছে।

এর আগে গত সোমবার (২২ এপ্রিল) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান তৃতীয় দফার পরোক্ষ আলোচনার আগে শীর্ষ কূটনীতিক চীন সফর করবেন।
আগামী শনিবার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয় ইতালির রাজধানী রোমে।

ওই আলোচনার আগে গত সপ্তাহে আরাঘচি মস্কো সফর করেন। সফরকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, পারমাণবিক বিষয় নিয়ে তেহরান সর্বদা রাশিয়া ও চীনের সাথে নিবিড় পরামর্শ করে আসছে।

চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রধান তেল ক্রেতা। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে ইরানের রফতানিযোগ্য ৯২ শতাংশ তেল চীনেই যায়, যা বড় মূল্যছাড়ে বিক্রি হয় বলে গণমাধ্যমে জানানো হয়েছে।

চীন সফরে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবারই (২৩ এপ্রিল) শুরু হবে তার এই সফর। মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুই পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অভিন্ন উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।

গুও আরও বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর করার জন্য এই সফরের তাৎপর্য অনেক বেশি বলে মনে করা হচ্ছে।

এর আগে গত সোমবার (২২ এপ্রিল) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান তৃতীয় দফার পরোক্ষ আলোচনার আগে শীর্ষ কূটনীতিক চীন সফর করবেন।
আগামী শনিবার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয় ইতালির রাজধানী রোমে।

ওই আলোচনার আগে গত সপ্তাহে আরাঘচি মস্কো সফর করেন। সফরকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে তিনি বলেন, পারমাণবিক বিষয় নিয়ে তেহরান সর্বদা রাশিয়া ও চীনের সাথে নিবিড় পরামর্শ করে আসছে।

চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রধান তেল ক্রেতা। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে ইরানের রফতানিযোগ্য ৯২ শতাংশ তেল চীনেই যায়, যা বড় মূল্যছাড়ে বিক্রি হয় বলে গণমাধ্যমে জানানো হয়েছে।