, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পুতিনের সাথে আলোচনায় বসবেন কাতারের আমির

  • SURMA TV 24
  • Update Time : ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ১৩৮৫ Time View

ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মস্কো পৌঁছান তিনি। ক্রেমলিন এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দুই নেতা বিভিন্ন বিষয়ে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করবেন এবং কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করবেন।

পেসকভ সাংবাদিকদের বলেন, ‘অনেক আঞ্চলিক এমনকি বিশ্বের অনেক ইস্যুতেও এখন কাতারের ভূমিকা অত্যন্ত জোরালো। কাতার আমাদের ভালো অংশীদার।

রাশিয়া-কাতার সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে বিকশিত হচ্ছে। রাষ্ট্রপ্রধানদের মধ্যে যোগাযোগ বেশ ঘন ঘন হচ্ছে।’

কাতার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার জন্য একাধিকবার প্রচেষ্টা চালিয়েছে এবং যুদ্ধের সময় বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উভয় দেশের শিশুদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সহায়তা করেছে।

এর আগে রাশিয়া এবং কাতার জানিয়েছিল, নেতারা ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার বলেছেন যে তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ চান। কিন্তু এখন পর্যন্ত বড় কোনো সাফল্য অর্জন করতে পারেনি ট্রাম্প প্রশাসন।

এদিকে, কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আল-খুলাইফি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানান, পুতিনের সাথে আমিরের আলোচনায় ইউক্রেন ছাড়াও সিরিয়া, গাজা উপত্যকা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এর মতো জ্বালানি বিষয়গুলো স্থান পাবে।

পুতিনের সাথে আলোচনায় বসবেন কাতারের আমির

Update Time : ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মস্কো পৌঁছান তিনি। ক্রেমলিন এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দুই নেতা বিভিন্ন বিষয়ে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করবেন এবং কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করবেন।

পেসকভ সাংবাদিকদের বলেন, ‘অনেক আঞ্চলিক এমনকি বিশ্বের অনেক ইস্যুতেও এখন কাতারের ভূমিকা অত্যন্ত জোরালো। কাতার আমাদের ভালো অংশীদার।

রাশিয়া-কাতার সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে বিকশিত হচ্ছে। রাষ্ট্রপ্রধানদের মধ্যে যোগাযোগ বেশ ঘন ঘন হচ্ছে।’

কাতার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার জন্য একাধিকবার প্রচেষ্টা চালিয়েছে এবং যুদ্ধের সময় বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উভয় দেশের শিশুদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সহায়তা করেছে।

এর আগে রাশিয়া এবং কাতার জানিয়েছিল, নেতারা ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার বলেছেন যে তিনি ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ চান। কিন্তু এখন পর্যন্ত বড় কোনো সাফল্য অর্জন করতে পারেনি ট্রাম্প প্রশাসন।

এদিকে, কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আল-খুলাইফি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানান, পুতিনের সাথে আমিরের আলোচনায় ইউক্রেন ছাড়াও সিরিয়া, গাজা উপত্যকা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এর মতো জ্বালানি বিষয়গুলো স্থান পাবে।