, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ গেলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

  • SURMA TV 24
  • Update Time : ২৯ মিনিট আগে
  • ১৩৭৫ Time View


অনলাইন নিউজ ডেস্ক:

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই সোমবার (৬ মে) ইসলামাবাদ গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি। একদিনের এই সফরে দেশটির শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছে ভারত। স্বাভাবিকভাবেই, ইসলামাবাদ তা অস্বীকার করেছে। পাকিস্তানের দাবি, ভারতের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। ফলে, পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আরাকির সফরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা হবে। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কথা সরাসরি কোথাও উল্লেখ করা হয়নি।

ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দাম বলেছেন, সফরের আলোচ্যসূচিতে চলমান সংকটের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, পাকিস্তান ও ভারতের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতে উপমহাদেশে উত্তেজনা হ্রাসের বিষয়টি আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে।

আনুষ্ঠানিক সফরের অংশ হিসেবে আরাকি ইসলামাবাদে একদিন অবস্থান করবেন। চলতি সপ্তাহেই তার দিল্লি সফরের কথা রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, চলমান সংকটের আগেই এই সফর পরিকল্পনা করা হয়েছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

হিমালয়ের মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু। কাশ্মীরকে ঘিরে এই দুই দেশ একাধিকবার যুদ্ধ এবং কূটনৈতিক সংকটে জড়িয়েছে।

৫/৫/২০২৫/সুরমা টিভি ২৪/শামীমা

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ গেলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ২৯ মিনিট আগে


অনলাইন নিউজ ডেস্ক:

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই সোমবার (৬ মে) ইসলামাবাদ গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি। একদিনের এই সফরে দেশটির শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছে ভারত। স্বাভাবিকভাবেই, ইসলামাবাদ তা অস্বীকার করেছে। পাকিস্তানের দাবি, ভারতের সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। ফলে, পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আরাকির সফরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা হবে। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার কথা সরাসরি কোথাও উল্লেখ করা হয়নি।

ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দাম বলেছেন, সফরের আলোচ্যসূচিতে চলমান সংকটের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, পাকিস্তান ও ভারতের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতে উপমহাদেশে উত্তেজনা হ্রাসের বিষয়টি আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে।

আনুষ্ঠানিক সফরের অংশ হিসেবে আরাকি ইসলামাবাদে একদিন অবস্থান করবেন। চলতি সপ্তাহেই তার দিল্লি সফরের কথা রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

উল্লেখ্য, চলমান সংকটের আগেই এই সফর পরিকল্পনা করা হয়েছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

হিমালয়ের মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু। কাশ্মীরকে ঘিরে এই দুই দেশ একাধিকবার যুদ্ধ এবং কূটনৈতিক সংকটে জড়িয়েছে।

৫/৫/২০২৫/সুরমা টিভি ২৪/শামীমা