সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার (মোহাম্মদ আল জোলানি) সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা বিষয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণার একদিন পর বুধবার (১৪ মে) সৌদি রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এটাট্রাম্পের সঙ্গে আল-শারার প্রথম কোনো বৈঠক।
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার (১৩ মে) সৌদি আরব যান ট্রাম্প। এরপর রিয়াদে এক বক্তৃতাকালে ট্রাম্প জানান, দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। গত বছর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের প্রায় ছয় মাসের মাথায় এই পরিকল্পনার কথা জানালেন ট্রাম্প।
আল জাজিরার প্রতিবেদন মতে, গত ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়ার কোনো প্রেসিডেন্টের সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের সরাসরি সাক্ষাতের ঘটনা। সেদিক থেকে এটা ঐতিহাসিক। বৈঠকটি ৩৩ মিনিট স্থায়ী হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও।
বৈঠকে কী আলোচনা হয়েছিল, তা নিয়ে হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প আল-শারাকে জঙ্গি গোষ্ঠী আইএস-এর প্রত্যাবর্তন রোধে যুক্তরাষ্ট্রের সাথে এক যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।