ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতার প্রস্তাব এবং দেশ দুটির ‘পারমাণবিক যুদ্ধ’ ঠেকাতে তিনি বাণিজ্যকে ব্যবহার করেছেন বলে ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
সোমবার নিউজউইক জানায়, ট্রাম্প বলেছেন যে তার প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়াতে সাহায্য করেছে এবং বাণিজ্যের প্রতিশ্রুতি সাম্প্রতিক শত্রুতা অবসানের ক্ষেত্রে বড় চালিকাশক্তি ছিল।
পিবিএস নিউজের ভিডিও ক্লিপ অনুসারে, ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমি বলেছিলাম, আমরা তোমাদের সাথে অনেক বাণিজ্য করতে যাচ্ছি। চলো এটা (যুদ্ধ) বন্ধ করি। যদি তোমরা এটা বন্ধ করো, আমরা ব্যবসা করব। আর যদি তোমরা না থামো, আমরা কোনো ব্যবসা করব না। এবং হঠাৎ করেই তারা বলল, আমাদের মনে হয় আমরা থামতে যাচ্ছি। এর অনেক কারণ আছে, কিন্তু তার মধ্যে বাণিজ্য একটি বড় বিষয়।’
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের দীর্ঘদিনের জাতীয় অবস্থান ছিল যে, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যেকোনো সমস্যা ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করবে।
সিঙ্গাপুরে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শিল্পক আম্বুলে এর আগে কাশ্মীর বিরোধে মধ্যস্থতার জন্য মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। সোমবার ব্লুমবার্গ টিভিকে তিনি বলেন, ‘আমাদের কাছে কাশ্মীর একটি দ্বিপাক্ষিক সমস্যা, আন্তর্জাতিক সমস্যা নয়।’তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, ৭ মে শুরু হওয়া ‘অপারেশন সিন্দুর’ থেকে ১০ মে যুদ্ধবিরতি পর্যন্ত, ‘ভারত ও মার্কিন নেতাদের মধ্যে ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার কোনোটিতেই বাণিজ্যের বিষয়টি উঠে আসেনি।’
প্রতিবেদনে আরও বলা হয়, পারমাণবিক যুদ্ধ (ভারত-পাকিস্তানের) এড়াতে মধ্যস্থতা করেছে বলে বর্তমান মার্কিন প্রশাসনের দাবির জবাবে ভারত সরকার বলেছে, তাদের সামরিক পদক্ষেপ ছিল ‘সম্পূর্ণরূপে নিজস্ব সিদ্ধান্ত’।