সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনাকে সম্পূর্ণরূপে সমর্থন করে এবং ইতিবাচক ফলাফলের আশা করে। রিয়াদে যুক্তরাষ্ট্র-জিসিসি শীর্ষ সম্মেলনে এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ।
ট্রাম্পের ভাষণের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এক বিবৃতিতে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনায় সমর্থনের বিষয়টি জানানো হয়।
সৌদি আরব সফরকালে বুধবার (১৪ মে) রিয়াদে যুক্তরাষ্ট্র-জিসিসি শীর্ষ সম্মেলনে বক্তব্য দেন ট্রাম্প। এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। এ সময় ইরানের সঙ্গে তার সরকারের পরমাণু আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি চান তিনি। তবে যেকোনো সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে তেহরানকে মধ্যপ্রাচ্যজুড়ে প্রক্সি গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করতে হবে।
ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে অনেক কূটনৈতিক দৌড়ঝাপ ও আলোচনার পর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৮ সমালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ট্রাম্প। ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরানও তার পরমাণু প্রকল্প নতুন করে শুরু করে।
চলতি বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প নিজেই ইরানের সঙ্গে সরাসরি সংলাপের আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে চিঠি দেন। ইরান সরকারও তাতে সাড়া দেয়। তবে তেহরান জানায়, এই আলোচনা হবে পরোক্ষভাবে। ইরানের চাওয়া অনুযায়ী সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে ওমান।