অনলাইন নিউজ ডেস্ক:
বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গুলশান বাসভবন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা অভ্যর্থনা জানাতে এলে রাজধানীর কিছু এলাকায় জনসমাগম ও যানবাহনের চাপ বাড়ার আশঙ্কায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ নির্দেশনার আওতায় মঙ্গলবার (৬ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলের অনুমতি পেয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। তবে নির্ধারিত টোল (২০ টাকা) প্রদান এবং সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমা মেনে বাম পাশের সেইফ লেন ব্যবহার করতে হবে।
এছাড়া গুলশান-বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়কে জনসমাগমের কারণে যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।
যানবাহনগুলোকে আব্দুল্লাহপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী রুটে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া মহাখালী থেকে গুলশান-১, পুলিশ প্লাজা হয়ে আমতলী-এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প ব্যবহার করে উত্তরা বা এয়ারপোর্টে যাওয়ার পথ খুলে রাখা হয়েছে।
উত্তরা ও মিরপুরগামী যাত্রীদের হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার, ১২ নম্বর সেক্টর, খালপাড়, মেট্রোরেল উত্তরা উত্তর ও সেন্টার স্টেশন, মিরপুর ডিওএইচএস হয়ে চলাচলের পরামর্শ দিয়েছে ডিএমপি। মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের মেট্রোরেল ব্যবহারের অনুরোধও জানানো হয়েছে।
এদিকে ডিএমপির অনুরোধে সেনাবাহিনী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালকা যানবাহনের জন্য জিয়া কলোনি, জাহাঙ্গীর গেট, সৈনিক ক্লাব ও স্টাফ রোড ব্যবহারের অনুমতি দিয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ আজ সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী, এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে আন্তঃনগর ট্রেনগুলোকে দুই মিনিট বিরতির নির্দেশ দিয়েছে। অতিরিক্ত একটি শাটল ট্রেন কমলাপুর-টঙ্গী রুটে চালানো হবে।
হজযাত্রী, বিদেশগামী যাত্রী এবং এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।
৬/৫/২০২৫/সুরমা টিভি ২৪ / শামীমা